কলকাতা: হাওড়া, শিলিগুড়ি ও বিধাননগরের পুলিশ কমিশনারকে বদলি করা হল। বনগাঁ, রানাঘাটা ও কৃষ্ণনগর-এই তিনটি নতুন পুলিশ জেলা তৈরি করা হল। স্বরাষ্ট্র দপ্তর থেকে জানানো হয়েছে, হাওড়ার পুলিশ কমিশনার হলেন তন্ময় রায়চৌধুরী।
বিধাননগরের পুলিশ কমিশনার হলেন ভরতলাল মীনা। পরপর তিনদিনে তিনজনকে বদলি করা হল বিধাননগরের পুলিশ কমিশনার পদে। হাওড়ার বিশাল গর্গকে প্রেসিডেন্সি রেঞ্জের আইজি করা হল। ওই পদে থাকা রাজেশ সিংকে উপকুল নিরাপত্তা বিভাগের আইজি করা হল। জলপাইগুড়ি রেঞ্জের আইজি কল্লোল গনাইকে বর্ধমান রেঞ্জের আইজি করা হল। ডিআইজি সিআইডি নিশাত পারভেজকে একই পদে রাখা হল। শিলিগুড়ির পুলিশ কমিশনার হলেন গৌরব শর্মা। হুগলি (গ্রামীণ)-এর এসপি সুকেশ কুমার জৈনকে ডিআইজি মেদিনীপুর রেঞ্জ করা হল। চন্দননগরের পুলিস কমিশনার অখিলেশ চতুর্বেদিকে প্রোমোশন দিয়ে ডিআইজি করা হল৷
নতুন পুলিশ জেলা হল বনগাঁ, কৃষ্ণনগর ও রানাঘাট। বনগাঁর পুলিশ সুপার হলেন তরুণ হালদার। কৃষ্ণনগর পুলিশ জেলার এসপি হলেন জাফর আজমল কিদোয়াই। রানাঘাটের পুলিশ সুপার হলেন ভিএসআর অনন্তনাগ। জলপাইগুড়ির পুলিশ সুপার হলেন তথাগত বসু। সুন্দরবনের পুলিশ সুপার হলেন সৌম্য রায়। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার হলেন দীনেশ কুমার। ডায়মন্ডহারবার পুলিশ জেলার পুলিশ সুপার হলেন এস সিলভামুরুগান।