সংগ্রামপুর বিষমদ কাণ্ডে দোষী সাব্যস্ত খোঁড়া বাদশা

সংগ্রামপুর বিষমদ কাণ্ডে দোষী সাব্যস্ত খোঁড়া বাদশা

7a641baeb947d426f0f2dd3c4c309e68

 

কলকাতা: অবশেষে সংগ্রামপুর বিষ মদ কাণ্ডে ১০ বছর পর প্রধান অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল আদালত। মামলায় প্রধান অভিযুক্ত কুখ্যাত ডন নূর ইসলাম ওরফে ফকির ওরফে খোঁড়া বাদশাকে এদিন দোষী সাব্যস্ত করে আলিপুর আদালত৷ সোমবার সাজা ঘোষণা করবেন বিচারক৷ একই সঙ্গে এই মামলায় অভিযুক্ত বাকি সাতজনকে বেকসুর খালাস হিসেবে ঘোষণা করেন৷

২০১১ সালের ১৫ ডিসেম্বর সংগ্রামপুরে বিষাক্ত চোলাই মদ কাণ্ড ঘটে৷ যার জেরে রাজ্যজু়ড়ে শুরু হয় তোলপাড়৷ নিহতদের পরিবারকে আর্থিক অনুদান দেওয়ার কথা ঘোষণা করে রাজ্য সরকার। বিষমদ খেয়ে মৃত্যু হয় মগরাহাট, উস্তি-সহ ডায়মন্ড হারবার মহকুমার বিস্তীর্ণ এলাকায় ১৭২ জনের। সেই ঘটনায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছিল।

একটি উস্তি থানায়৷ ২০১৮ সালে খোঁড়া বাদশা সহ ৮ অভিযুক্তকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল ডায়মন্ড হারবার মহকুমা আদালত। দ্বিতীয় মামলা দায়ের করা হয়েছিল মগড়াহাট থানায়। পরে অবশ্য মামলাটি সিআইডির হাতে স্থানান্তরিত হয়েছিল৷ অভিযুক্তদের পক্ষ থেকে মামলার রায় পুর্নবিবেচনার দাবি জানানো হয়৷ অবশেষে দীর্ঘ ১০বছর পর শনিবার ওই মামলায় আলিপুর জেলা আদালতের বিচারক খোঁড়া বাদশাকে দোষী সাব্যস্ত করেন৷ সোমবার চূড়ান্ত রায় ঘোষণা হবে৷ যদিও সংগ্রামপুরের বাসিন্দারা চাইছেন অভিযুক্তের ফাঁসি হোক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *