Aajbikel

টাকার বিনিময়ে প্রশ্ন: তৃণমূলের মহুয়া মৈত্রর সাংসদ পদ খারিজ লোকসভায়

 | 
মহুয়া মৈত্র

নয়াদিল্লি: জল্পনার অবসান। অবশেষে বাতিল মহুয়া মৈত্রর সাংসদ পদ। এ বিষয়ে ভোটাভুটির মাধ্যমে লোকসভায় প্রস্তাব পাশ করান স্পিকার। সেই সঙ্গে স্পিকারের আর্জি, সকলে যেন তাঁদের প্রশ্ন নিজেই তৈরি করেন। অন্য কাউকে দিয়ে যেন প্রশ্ন তৈরি না করান। নিয়ম লঙ্ঘন করলে তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করা হতে পারে বলেও হুঁশিয়ারি স্পিকারের।  টাকার বিনিময়ে প্রশ্ন করে নিয়মভঙ্গ করেছেন তৃণমূলের মহুয়া৷ সেই অভিযোগেই শুক্রবার সংসদ পদ থেকে তাঁকে বিতাড়িত করা হল৷ প্রায় ঘণ্টাখানেক আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হল না মহুয়াকে।

 

শুক্রবার দুপুর ১২টার সময় মুহুয়ার বিরুদ্ধে রিপোর্ট পেশ করেন লোকসভার এথিক্স কমিটির প্রধান তথা বিজেপি সাংসদ বিজয় সোনকার। ওই রিপোর্টে মহুয়া মৈত্রর সাংসদ পদ খারিজ করার প্রস্তাব দেওয়া হয়।  এদিকে, লোকসভায় ওই রিপোর্ট পেশ হতেই চরম হইহট্টগোল শুরু হয়ে যায়। বিশৃঙ্খল পরিস্থিতিতে দুপুর দুটো পর্যন্ত অধিবেশন মূলতুবি হয়ে যায়। অধিবেশন শুরু হতেই ফের মহুয়া ইস্যু ওঠে৷ ক্ষোভ প্রকাশ করেন খোদ স্পিকার। বলেন, সংসদের মর্যাদাহানি হোক, এমন কোনও বিষয় মেনে নেওয়া সম্ভব নয়। প্রয়োজনে কঠোর সিদ্ধান্ত গ্রহণ করতে হয়৷ 

Around The Web

Trending News

You May like