মহুয়াকে বাংলো ছাড়া করতে বলপ্রয়োগের পথে কেন্দ্র? উচ্ছেদ নোটিসে উল্লেখিত ভাষা নিয়ে প্রশ্ন

মহুয়াকে বাংলো ছাড়া করতে বলপ্রয়োগের পথে কেন্দ্র? উচ্ছেদ নোটিসে উল্লেখিত ভাষা নিয়ে প্রশ্ন

mahua moitra

কলকাতা: শো-কজ নোটিস পাঠানোর পরেও সরকারি বাংলো খালি করেননি বহিস্কৃত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র৷ দিল্লির সাংসদ-বাংলো খালি করে দেওয়ার জন্য ফের মহুয়াকে নোটিস ধরালো লোকসভার ডিরেক্টরেট অফ এস্টেট (ডিওই)।

৮ ডিসেম্বর সাংসদ পদ খারিজ হয় তৃণমূল সাংসদের। ৭ জানুয়ারির মধ্যে তাঁকে দিল্লির সরকারি বাংলো খালি করতে নির্দেশ দেওয়া হয়। কিন্তু মহুয়া তা করেননি। বরং সাংসদ বাংলোয় থাকতে চেয়ে অনুরোধ জানান৷ আর্জি জানিয়ে দিল্লি হাই কোর্টে মামলাও করেন৷ আদালত তাঁকে ডিরেক্টরেট অফ এস্টেটের কাছেই আবেদন করতে বলে৷ কিন্তু জবাবে কড়া নোটিস পাঠায় ডিওই৷ মঙ্গলবার ডিওই-এর তরফ পাঠানো নোটিসে সাফ লেখা হয়েছে, বাংলো খালি করতে প্রয়োজনে বলপ্রয়োগ করা হবে। প্রাক্তন সাংসদকে পাঠানো নোটিসে উল্লেখিত ভাষা নিয়ে স্বভাবতই প্রশ্ন উঠেছে৷ তবে কি মহুয়াকে বাংলোছাড়া করতে জবরদস্তির পথ নিতে চলেছে মোদী সরকার?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + three =