ফের সংসদে ফিরছেন মহুয়া মৈত্র! ‘২৪-এর ভোটে প্রথম জয় তৃণমূলের

কলকাতা: ‘ঘুষকাণ্ড’ অতীত৷ কৃষ্ণনগরের রাজবধূ অমৃতা রায়কে হারিয়ে ফের সংসদে ফিরছেন মহুয়া৷ ২০২৪ সালের লোকসভা ভোটে আরও একবার জয়ী হলেন তিনি৷ তবে তিনি কত ভোটে…

কলকাতা: ‘ঘুষকাণ্ড’ অতীত৷ কৃষ্ণনগরের রাজবধূ অমৃতা রায়কে হারিয়ে ফের সংসদে ফিরছেন মহুয়া৷ ২০২৪ সালের লোকসভা ভোটে আরও একবার জয়ী হলেন তিনি৷ তবে তিনি কত ভোটে অমৃতা রায়কে পরাজিত করেছেন, সেই রিপোর্ট এখনও মেলেনি৷

 

ভোটের আগে নানা রকম সমস্যায় পড়তে হয়েছিল মহুয়াকে। ঘুষ-কাণ্ডে সংসদ থেকে বহিষ্কার করা হয়। অর্থের বিনিময়ে প্রশ্ন করার অভিযোগে তাঁকে সংসদ থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয় লোকসভার এথিক্স কমিটি৷

 

প্রথম কয়েক রাউন্ডে কখনও এগোচ্ছিলেন, কখনও পিছিয়ে পড়ছিলেন। কিন্তু বেলা বাড়তেই ঘুরে যায় খেলা৷ কৃষ্ণনগরের রানিমা অমৃতা রায়কে হারিয়ে ফের সংসদে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। ব্যবধান বেড়ে ৬৫ হাজার ৩১৪ ভোট হতেই সাইকেলে চড়ে কৃষ্ণনগরের গণনাকেন্দ্রের উদ্দেশে রওনা হন মহুয়া।  তৃণমূলের দেওয়া সবুজ সাথীর সাইকেলে চড়েই গণনাকেন্দ্রে পৌঁছয়। সাংবাদিকদের এড়ালেও গণনাকেন্দ্রে তাঁকে ঘিরে সমর্থকদের উচ্ছ্বাস দেখেই হাসি ফোটে মহুয়ার মুখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *