Aajbikel

মিড–ডে মিলে পড়ুয়াদের পাতে পড়ল বিরিয়ানি, রাজ্য সরকারি স্কুলে বিতর্ক তুঙ্গে

 | 
বিরিয়ানি

কলকাতা: রাজ্যে সরকারি এবং সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের জন্য মিড–ডে মিলের বন্দোবস্ত রয়েছে৷ এই প্রকল্প শুরুর পর কমছে স্কুল ছুটের সংখ্যাও৷ মূলত স্কুলছুট আটকাতে এবং পড়ুয়াদের পুষ্টির কথা ভেবেই এই প্রকল্প চালু করা হয়। দীর্ঘদিন ধরেই তা চলছে৷ মিড ডজে মিলের খাবার নিয়ে বারবারই নানা অভিযোগ সামনে এসেছে৷ কখনও চাল চুরি গিয়েছে৷ কখনও আবার উঠে এসেছে মিড–ডে মিলের খাবারে পোকা-কাকড়, টিকটিকি পরার কথা। কিন্তু এবার মিড–ডে মিল মিলল চমক৷ খুদে পড়ুয়াদের পাতে পড়ল বিরিয়ানি৷ হ্যাঁ, ঠিকই শুনেছেন৷ পড়ুয়ারা শিক্ষকের কাছে বিরিয়ানি খাওয়ার আবদার করেছিল৷ শিশুগুলোর সেই ইচ্ছে পূরণেই  মিড–ডে মিলে বিরিয়ানির ব্যবস্থা করেন শিক্ষক। তবে এ নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

শনিবার থেকে রাজ্যে ফের ছুটি পড়তে চলেছে প্রাথমিক স্কুলগুলিতে। স্কুল ছুটির আগে পড়ুয়াদের আবদার, বিরিয়ানি খাব৷ এই আবদার ফেলতে পারেননি প্রধান শিক্ষক। তিনি নিজের হাতে বিরিয়ানি রান্না করে পড়ুয়াদের পেট পুড়ে খাওয়ান। প্রধান শিক্ষক বিরিয়ানির আয়োজন করতেই খুশি পড়ুয়ারা। ঘটনাটি পূর্ব মেদিনীপুরের মহিষাদল ব্লকে নামাল প্রাথমিক স্কুলের ঘটনা৷ তবে এই নিয়ে তৈরি হয়েছে বিস্তর বিতর্কও। ব্লকের অন্যান্য স্কুলের শিক্ষকরা এতে ঘোর আপত্তি তুলেছেন।

Around The Web

Trending News

You May like