বিদেশিনীর মুখে অনর্গল বাংলা শুনে অবাক মহারাজ, জিতলেন ‘দাদাগির’

কলকাতা: ‘বাংলাটা ঠিক আসে না!’ বিস্ময়করভাবে বাঙালি, বিশেষত বঙ্গ নেটিজেনদের কাছে কবি ভবানীপ্রসাদ মজুমদারের লেখা এই কবিতাটির দারুন কদর৷ ‘বাংলা আবার ভাষা নাকি, নেই কোনও ‘চার্ম’ বেঙ্গলিতে সহজ-সরল এই কথাটা লজ্জা কীসের মেনে নিতে? ইংলিশ ভেরি ফ্যান্টাসটিক হিন্দি সুইট সায়েন্টিফিক বেঙ্গলি ইজ গ্ল্যামারলেস, ওর ‘প্লেস’ এদের পাশে না’ কবিতার মধ্যে থেকে এই লাইনগুলো এতটাই বাস্তব

বিদেশিনীর মুখে অনর্গল বাংলা শুনে অবাক মহারাজ, জিতলেন ‘দাদাগির’

কলকাতা: ‘বাংলাটা ঠিক আসে না!’ বিস্ময়করভাবে বাঙালি, বিশেষত বঙ্গ নেটিজেনদের কাছে কবি ভবানীপ্রসাদ মজুমদারের লেখা এই কবিতাটির দারুন কদর৷

‘বাংলা আবার ভাষা নাকি, নেই কোনও ‘চার্ম’ বেঙ্গলিতে
সহজ-সরল এই কথাটা লজ্জা কীসের মেনে নিতে?
ইংলিশ ভেরি ফ্যান্টাসটিক
হিন্দি সুইট সায়েন্টিফিক
বেঙ্গলি ইজ গ্ল্যামারলেস, ওর ‘প্লেস’ এদের পাশে না’

কবিতার মধ্যে থেকে এই লাইনগুলো এতটাই বাস্তব ও সময়োপযোগী যে আশপাশে একটু খেয়াল রাখলেই বুঝে যাবেন৷ কিন্তু সম্প্রতি টেলিভিশনে বাংলার জনপ্রিয় ক্যুইজ শো ‘দাদাগিরির’ মঞ্চে বিদেশিদের বাঙালিয়ানা দেখে কথায় কথায় ইংরাজি বলা বঙ্গবাসী বাঙালির আত্মসমালোচনার প্রয়োজন বোধ হলেও হতে পারে৷ এদের মধ্যেই এক প্রতিযোগিনী ছিলেন নীলিমা মণ্ডল৷ ওনার জন্য বেলজিয়ামে, বড় হয়েছেন নেদারল্যান্ডে, পড়াশোনার জন্য ছিলেন ফ্রান্সে, গবেষণা করেছেন আমেরিকার নিউইয়র্কে আর তারপর যেদিন বাংলার মাটিতে পা রেখেছেন আর ফিরে যাওয়া হয়নি স্বদেশে৷ অবশ্য ওনার কথায় ‘বিদেশে’৷

কাজের সূত্রে বাংলায় এসেছিলেন৷ এরপর বাঙালি পাত্র উজ্জ্বল মণ্ডলকে বিয়ে করে বাঙালি বাড়ির বধূ হয়ে চন্দননগরের বাসিন্দা হয়েছেন সেই ১৯৮৯ সালে৷ বাংলাটা ওনারও ‘ঠিক আসে না’ তবুও অনর্গল বাংলা ভাষাতেই কথা চালিয়ে গেলেন ‘দাদার’ সঙ্গে, অর্থাত্‍ অনুষ্ঠানের সঞ্চালক সৌরভ গাঙ্গুলির সঙ্গে৷ অনুষ্ঠানে নিজের সম্পর্কে জানালেন নানান কথা৷ পশ্চিমবঙ্গ তার কাছে এত পছন্দের কেন জানতে চাওয়া হলে নীলিম জানালেন এখানকার একাত্বতাই তার সবচেয়ে পছন্দের৷

তাইতো ৩২ জনের যৌথ পরিবারে মানিয়ে নিতে অসুবিধে হয় না এই বিদেশিনী বাঙালি বধূর৷ বিয়ের পর এই ৩২ বছরে মাত্র একবারই গেছেন নিজের পৈতৃক বাড়ি সূদুর বেলজিয়ামে৷ আপাদমস্তক বাঙালি নারীর সাজে এই বেলজিয়াম বাসীর বাংলা শুনে বিস্মিত হয়েছেন অনুষ্ঠানে উপস্থিত সকলেই এমনকি স্বয়ং মহারাজও৷ শুধু বাংলা শুনে বিস্মিত নয়, জিতে নিলেন সেরার শিরোপা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 12 =