বোধন লগ্নে মহানন্দায় ভয়াবহ নৌকাডুবি, মৃত ৫, নিখোঁজ বহু

চাঁচোল: বোধনের শুরুতেই মহানন্দা নদীতে বড়সড় নৌকাডুবি৷ নৌকাডুবির ঘটনায় এখনও পর্যন্ত পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷ নিখোঁজ অন্তত ৬০ জন৷ নিখোঁজদের উদ্ধারে চাঁচোলের জগন্নাথপুরে পৌঁছে গিয়েছে বিপর্যয় মোকাবিলা দল৷ চলছে উদ্ধারকাজ৷ মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা স্থানীয় প্রশাসনের৷ জানা গিয়েছে, দুর্গা পুজো উপলক্ষ্যে বিহারে নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল৷ প্রতিযোগিতায় অংশ নিতে

বোধন লগ্নে মহানন্দায় ভয়াবহ নৌকাডুবি, মৃত ৫, নিখোঁজ বহু

চাঁচোল: বোধনের শুরুতেই মহানন্দা নদীতে বড়সড় নৌকাডুবি৷ নৌকাডুবির ঘটনায় এখনও পর্যন্ত পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷ নিখোঁজ অন্তত ৬০ জন৷ নিখোঁজদের উদ্ধারে চাঁচোলের জগন্নাথপুরে পৌঁছে গিয়েছে বিপর্যয় মোকাবিলা দল৷ চলছে উদ্ধারকাজ৷ মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা স্থানীয় প্রশাসনের৷

জানা গিয়েছে, দুর্গা পুজো উপলক্ষ্যে বিহারে নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল৷ প্রতিযোগিতায় অংশ নিতে জগন্নাথপুর ঘাটে থেকে মহানন্দা নদীতে ৭০ জনের একটি দল রওনা হয়৷ কিন্তু, মাঝপথে হঠাৎই মহানন্দা নদীতে দুর্ঘটনা ঘটে৷ বেশ কয়েকজন সাঁতরে নদীর পাড়ে আসতে সক্ষম হলেও বাকিরা নিখোঁজ বলে জানা গিয়েছে৷ এখনও পর্যন্ত ৫ জনের মৃতদেহ উদ্ধার করা গিয়েছে৷ স্থানীয় প্রশাসনের আশঙ্কা, এখনও প্রায় ৬০ জনের কাছাকাছি নিখোঁজ৷

জানা গিয়েছে, নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য বৃহস্পতিবার সন্ধ্যায় ৭০ জনের একটি দল নৌকা নিয়ে বিহারের উদ্দেশ্যে রওনা হচ্ছিল৷ কিন্তু মাঝপথে বৃষ্টি নেমে যাওয়ায় পরিস্থিতি উদ্বেগজনক হয়ে ওঠে৷ বৃষ্টির মধ্যে নৌকার মধ্যে হুড়হুড়ি পড়ে যায়৷ আর তাতেই নৌকা ডুবির ঘটনা ঘটে মাঝ নদীতে৷ তলিয়ে যায় নৌকাটি৷ নৌকাডুবির ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে যায় চাঁচোল থানার পুলিশ৷ পরিস্থিতি বেগতিক দেখে জাতীয় বিপর্যয় মোকাবিলা দলকে ডাকা হয়৷

বৃহস্পতিবার রাত থেকেই শুরু হয় তল্লাশি অভিযান৷ যাত্রীদের উদ্ধারে এখনও পর্যন্ত চলছে উদ্ধারকাজ৷ তবে বাকিদের জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব কি না, তা নিয়ে রয়েছে গভীর সংশয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *