বামনগোলা: কথায় আছে রক্তদান, জীবন দান৷ তবে মালদা মেডিকেল কলেজে ব্লাড ব্যাংকে দীর্ঘ দিন ধরে রক্ত সংকট। তাই রক্ত সংকট মেটাতে বিভিন্ন জায়গায় ক্যাম্প করে শিবির হচ্ছে। সেই মতোই অভিনব উদ্যোগ নিয়ে রক্তদান শিবির করা হল “মহানাম সংকীর্তনে রক্তদান”৷ করোনা আতঙ্কে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতাডলের ব্লাড ব্যাঙ্ক শূন্য৷ এই সংকটময় মুহূর্তে বামনগোলা ব্লকের খুটাদহ বটতলী গ্রামবাসী মহানাম সংকীর্ত্তন কমিটির উদ্যোগে আয়োজন করা হয় রক্তদান শিবিরের৷
পাকুয়াহাট সমবেত প্রয়াস ও ভারত স্কাউটস অ্যান্ড গাইডস্ মালদা জেলা শাখার সহযোগিতায় মহানাম সংকীর্তনে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির। শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন অনেকেই৷ এই রক্তদান শিবিরে ৫জন মহিলা সহ মোট ৩৫ জন স্বেচ্ছায় রক্তদান করেন।
শিবিরে রক্তদাতাদের উদ্বুদ্ধ করতে এদিন উপস্থিত ছিলেন পাকুয়াহাট সমবেত প্রয়াসের সভাপতি ডা: তুষার কান্তি বণিক, সম্পাদক বরুণ কুমার সরকার, ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদা জেলা শাখার রক্তদান শিবির আহ্বায়ক অনিল কুমার সাহা, মালদা মেডিক্যাল কলেজ হাসপাতাল ব্লাড সেন্টারের চিকিৎসক সুশান্ত ব্যানার্জি প্রমূখ। এই শিবিরে রক্তদান করার জন্য সকলকে ধন্যবাদ জানান বটতলী গ্রামবাসী মহানাম সংকীর্তন কমিটির শিবির উদ্যোক্তা অনন্ত বিশ্বাস মহাশয়।