যুবতীকে ধর্ষণ করে খুনের অভিযোগে মাদ্রাসায় হামলা জনতার

মেদিনীপুর: যুবতীকে ধর্ষণ করে খুনের অভিযোগে মাদ্রাসায় হামলা চালালেন স্থানীয় বাসিন্দারা৷ মেদিনীপুর শহরের ঈদগা মহল্লার এলাকার ঘটনা৷ মাদ্রাসায় হামলার ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী৷ মাদ্রাসা ভাঙচুরের অভিযোগ মৃতের পরিবার ও স্থানীয়দের বিরূদ্ধে৷ জানা গিয়েছে, গত শুক্রবার পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় ১৮ বছর বয়সী জামিলা খাতুন (নাম পরিবর্তিত) নামের এক যুবতীর মৃতদেহ উদ্ধার করে

যুবতীকে ধর্ষণ করে খুনের অভিযোগে মাদ্রাসায় হামলা জনতার

মেদিনীপুর: যুবতীকে ধর্ষণ করে খুনের অভিযোগে মাদ্রাসায় হামলা চালালেন স্থানীয় বাসিন্দারা৷ মেদিনীপুর শহরের ঈদগা মহল্লার এলাকার ঘটনা৷ মাদ্রাসায় হামলার ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী৷ মাদ্রাসা ভাঙচুরের অভিযোগ মৃতের পরিবার ও স্থানীয়দের বিরূদ্ধে৷

জানা গিয়েছে, গত শুক্রবার পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় ১৮ বছর বয়সী জামিলা খাতুন (নাম পরিবর্তিত) নামের এক যুবতীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ৷ পরিবারের দাবি, ঈদগা মহল্লার মাদ্রাসার পড়ুয়া গড়বেতার যুবক মুস্তাক মণ্ডল তাঁদের মেয়েকে ধর্ষণ করে খুন করেছে৷ এই মর্মে গড়বেতা থানায় অভিযোগও জানানো হয়৷ যুবতীর পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত মুস্তাক মণ্ডলের বাবা ও মাকে আটক করে৷

মৃতের পরিবারের অভিযোগ, মাদ্রাসার গাড়ির চালক অভিযুক্ত ওই যুবককে খবরা-খবর দিচ্ছে৷ আর সেই কারণে অভিযুক্ত যুবক গা ঢাকা দিয়েছে৷ এই ক্ষোভ থেকেই আজ যুবতীর পরিবার ও স্থানীয়রা মাদ্রাসায় হামলা চালায়৷ ভাঙচুর করা হয় মাদ্রাসার আসবাবপত্র৷ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা থাকায় ঘটনাস্থলে যায় কোতোওয়ালী থানার বিশাল পুলিশ বাহিনী৷ এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন রয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × two =