×

হাতির হানায় মৃত্যু মাধ্যমিক পরীক্ষার্থীর, সমবেদনা জানিয়ে বন দফতরকে বার্তা মুখ্যমন্ত্রীর

 
mama

কলকাতা: বৃহস্পতিবার জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর জঙ্গল সংলগ্ন টাকিমারি এলাকায় এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার সময় এক পড়ুয়াকে পিষে মেরেছে একটি দলছুট হাতি। এই ঘটনায় শোকপ্রকাশ করে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে বন দফতরকে সতর্কও করেছেন তিনি। আপাতত উত্তরবঙ্গ সফরেই আছেন মুখ্যমন্ত্রী, আর তিনি সেখানে থাকাকালীনই এই দুঃখজনক ঘটনা ঘটে। 

এদিন দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ঘটনা সম্পর্কে মুখ্যমন্ত্রী বলেন, বিষয়টি খুবই দুঃখজনক এবং মর্মান্তিক। তবে মাধ্যমিক পরীক্ষা যাতে নির্বিঘ্নে ঘটে তা নিশ্চিত করতে চেয়েছেন তিনি। এও জানা গিয়েছে, বন দফতরের সঙ্গে মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই কথা বলেছেন। ঘটনাটি কী ভাবে ঘটেছে, তা জানতে চান তিনি। পাশাপাশি বুনো হাতি কী ভাবে রোখা যায় তা নিয়ে বন দফতরকে আরও বেশি সক্রিয় হতে বলেছেন তিনি বলে খবর। 

বৃহস্পতিবার সকালে বাবার সঙ্গে মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছিলেন অর্জুন দাস নামে এক পরীক্ষার্থী। সেই সময় জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর জঙ্গল সংলগ্ন টাকিমারি এলাকায়ঢুকে পড়ে হামলা চালায় দলছুট একটি দাঁতাল। হাতির হামলার মুখে পড়ে গুরুতর জখম হয় অর্জুন। তড়িঘড়ি অর্জুনকে নিয়ে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ছোটে তার পরিবারের সদস্যেরা। কিন্তু হাসপাতালে যাওয়ার পথেই মৃত্যু হয় তার। সূত্রের খবর, বাইক চালিয়ে ছেলেকে নিয়ে জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিলেন অর্জুনের বাবা। বুনো হাতি চলে আসায় তিনি ছেলেকে ছেড়ে পালিয়ে যান। 

From around the web

Education

Headlines