মধ্যপ্রদেশে হামিদিয়া হাসপাতালে বিধ্বংসী আগুন, মৃত ৩ শিশু

মধ্যপ্রদেশে হামিদিয়া হাসপাতালে বিধ্বংসী আগুন, মৃত ৩ শিশু

ভোপাল: মহারাষ্ট্রের পর মধ্যপ্রদেশের ভোপাল৷ মধ্যরাতে কমলা নেহরু নেহরু হাসপাতালের শিশু বিভাগে বিধ্বংসী আগুন লাগে৷ ঝলসে মৃত্যু হল তিন শিশুর৷ তিন শিশুর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন খোদ মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান৷ এই ঘটনায় শোক প্রকাশ করে উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি৷ 

আগুন লাগার পরেই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় দমকল ও পুলিশ৷ ভোর পর্যন্ত চলে আগুন নেভানোর কাজ৷ তবে কী ভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি৷ অন্যদিকে, ওই ওয়ার্ড থেকে ৩৬ টি শিশুকে অন্য ওয়ার্ডে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে৷ সেখানেই তাঁদের চিকিৎসা চলছে৷ এই ঘটনায় শোক প্রকাশ করে টুইট করেছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান৷ তিনি লিখেছেন, ভোপালের কমলা নেহেরু হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন লাগার ঘটনা অত্যন্ত দুঃখজনক। তৎপরতার সঙ্গে উদ্ধার কাজ চালানো হয়েছে৷ ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে৷ তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এসিএস গণস্বাস্থ্য ও চিকিৎসা শিক্ষা মহম্মদ সুলেমানকে। এদিন দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও দুঃখজনক ভাবে গুরুতর অসুস্থ তিন শিশুকে বাঁচানো যায়নি৷’

অপর একটি টুইটে তিনি লিখেছেন, ‘‘অসময়ে পৃথিবী থেকে শিশুদের চলে যাওয়াটা এক অসহ্য যন্ত্রণার বিষয়। ঈশ্বরের কাছে তাদের আত্মার শান্তি কামনা করছি। এই শিশুদের পরিবারের প্রতি সমবেদনা জানাই৷ আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক, এই প্রার্থনা করি৷’

সোমবার রাতে এই আগ্নিকাণ্ডটি ঘটে৷ আগুন নিয়ন্ত্রণে আনতে হাসপাতালে আসে দমকলের ১২টি ইঞ্জিন৷ হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন,  হাসপাতালের শিশু বিভাগে কমপক্ষে ১৫০ জন শিশু ভরতি ছিল। তাদের দ্রুত অন্যান্য ওয়ার্ডে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এর ফলে কয়েকটি শিশুর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। আগুনের শিখায় হাসপাতালের কয়েকজন কর্মীও আহত হন। তাঁদের হামিদিয়া হাসপাতালে ভরতি করা হয়েছে। এদিকে, আগুন লাগার পরেই আতঙ্কিত হয়ে পড়ে শিশুদের অভিভাবকরা৷ তাঁরা হাসপাতালে ঢোকার চেষ্টা করে৷ তাঁদের বাধা দেয় পুলিশ৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 3 =