আইকোর মামলায় ED দফতরে হাজিরা মদন-পুত্রের, আর্থিক লেনদেনের সূত্র খুঁজতেই জেরা

আইকোর মামলায় ED দফতরে হাজিরা মদন-পুত্রের, আর্থিক লেনদেনের সূত্র খুঁজতেই জেরা

কলকাতা:  আইকোর মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) দফতরে হাজিরা দিলেন মদন মিত্রের বড় ছেলে৷ ইডি’র তলবে সাড়া দিয়ে হাজিরা দেন স্বরূপ মিত্র৷ আজ সিজিও কমপ্লেক্সে ইডি’র দফতরে তাঁকে আইকোর মামলায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ ইডি’র দাবি, আইকোর মামলায় আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত ছিলেন স্বরূপ মিত্র৷ কী কারণে লেনদেন তা জানতেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মদন-পুত্রকে৷ 

আরও পড়ুন- ভোট পরবর্তী হিংসা, তৃণমূল-আইএসএফ সংঘর্ষে উত্তপ্ত ভাঙড়, জখম ৩

ইডি সূত্রের খবর, স্বরূপ মিত্রকে আইকোর চিটফান্ড মামলায় আজ সকাল ১১টা নাগাদ আসতে বলা হয়েছিল৷ সময় মতোই তিনি ইডি দফতরে উপস্থিত হন৷ প্রাথমিকভাবে ইডি আধিকারিকদের দাবি, আইকোর চিট ফান্ড মামলার তদন্ত করতে গিয়ে তাঁরা জানতে পেরেছেন, এই সংস্থার সঙ্গে স্বরূপ মিত্রের আর্থিক লেনদেন হয়েছিল৷ কেন তিনি টাকা নিয়েছিলেন, তাঁর সঙ্গে কী চুক্তি হয়েছিল, তিনি আইকোরকে কোনও সার্ভিস দিয়েছিলেন কিনা, এই সকল প্রশ্নের উত্তর পেতেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ ইডি আধিকারিকদের দাবি, এই মামলার তদন্তে ব্যাঙ্ক ডিটেইলস খতিয়ে দেখার সময়েও স্বরূপ মিত্রের নাম পাওয়া যায়৷ আইকোর সংস্থার অ্যাকাউন্টস বিভাগের কর্মীরাও জানিয়েছেন, স্বরূপ মিত্রকে একাধিকবার সংস্থার দফতরে দেখা গিয়েছে৷ কোনও না কোনও ভাবে আইকোর সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন মদন মিত্রের বড় ছেলে৷ সে কারণেই আজ তাঁকে জিজ্ঞাসাবাদ করে বয়ান রেকর্ড করা হচ্ছে৷   
 

এর আগে আইকোর মামলায় ডেকে পাঠানো হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়, মানস ভুঁইয়া এবং বাপ্পাদিত্যকে৷ তবে ভোটের কাজে ব্যস্ততার ওজরে হাজিরা এড়ান মানস৷ অভিযোগ, আইকোরের অনুষ্ঠানে দেখা গিয়েছিল মানস ভুঁইয়াকে। একটি ভিডিয়োতে স্পষ্ট দেখা গিয়েছিল তাঁকে৷  তৃণমূলের এই হেভিওয়েট প্রার্থীর পাশাপাশি তলব করা হয় কামারহাটির তৃণমূল প্রার্থী তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্রের বড় ছেলে স্বরূপ মিত্রকেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *