প্রিয়াঙ্কা চাইলে ওঁকে একটা চকলেট খাওয়াতে পারি! বললেন মদন

প্রিয়াঙ্কা চাইলে ওঁকে একটা চকলেট খাওয়াতে পারি! বললেন মদন

কলকাতা: ভবানীপুরে আজ হাইভোল্টেড ভোট৷ সকাল থেকেই রাস্তায় রয়েছেন ফরিহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়রা৷ একটু বেলা বাড়তেই মাঠে নামেন মদন মিত্র৷ তিনি বলেন, ভোট ভালোই হচ্ছে৷ তবে পোলিং একটু কম রয়েছে৷ আসলে ভবানীপুরের মানুষকে এতবার ভোট দিতে হয়! সেই সিপিএম-এর আমল থেকে শুরু হয়েছে৷ বছরে বছরে এখানে কোনও না কোনও ভোট হচ্ছে৷ আর ভবানীপুরের মানুষ দুপুরে খাওয়া দাওয়া করে বিশ্রাম নিতে পছন্দ করে৷ আজ আবার সব বাড়িতেই মটন হয়৷ তাঁর বাড়িতেই আজ মটন হচ্ছে৷ সেটাও জানালেন মদন৷ 

আরও পড়ুন- খারিজ আবেদন, কয়লা-কাণ্ডে রুজিরাকে সশরীরে হাজিরা দিতেই হবে, নির্দেশ আদালতের

এদিন এজেন্ট প্রসঙ্গে মদনের বক্তব্য, ওঁরা চাইছিল আমাদের এজেন্টদের ওঁদের হয়ে বসাতে৷ সেটা তো আর পারব না৷ প্রিয়াঙ্কা যদি বলে চকলেট খাওয়াতে, আমি খাইয়ে দেব৷ কিন্তু আমাকে যদি বলে আমার এজেন্ট দিয়ে দিতে, তাহলে সেটা পারব না৷ দিলীপ ঘোষকে নিয়েও রসিকতা করতে ছাড়লেন না মদন মিত্র৷ তিনি বলেন, আমি একটা কাজ করতে পারি৷ দিলীপ ঘোষের গলা জড়িয়ে কাঁদতে পারি৷ এত কিছু করার পর, এত তলোয়ার ঘোরানোর পরও ওঁকে ছেঁটে দিল৷ আর ৩ তারিখের জন্য মদনের একটাই বার্তা, ‘বি’ ফর বেঙ্গল, ‘বি’ ফর ভারত, ‘বি’ ফর ভবানীপুর, ওহ লাভলি৷’
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × three =