কামারহাটি: শনিবার থেকে নাগাড়ে বৃষ্টির জেরে জলমগ্ন শহর তথা শহরতলি। জলযন্ত্রণায় ভোগান্তিতে রয়েছে কামারহাটি পুরসভার একাধিক ওয়ার্ডের বাসিন্দারাও৷ মঙ্গলবার বিকেলে বাসিন্দাদের সেই জল যন্ত্রণার পরিস্থিতি খতিয়ে দেখতে বেরিয়েছিলেন কামারহাটির বিধায়ক তথা এলাকার ‘অভিভাবক’ মদন মিত্র৷ মনযোগ সহকারে বাসিন্দাদের অভাব, অভিযোগ শুনলেন৷ শোনালেন উন্নয়নের পরিকল্পনার কথাও৷
আর সেই প্রসঙ্গেই ফের টেনে আনলেন বিজেপির দ্বিচারিতার প্রসঙ্গ৷ বললেন, ‘‘বিজেপি শুধু ভাঙতে জানে, লুঠ করতে জানে৷ আমপানের টাকা বিজেপি আটকে রেখেছে৷ বাংলার উন্নয়নে সাহায্য করা তো দূরস্ত উলটে প্রাপ্য টাকা থেকে কেন্দ্র বঞ্চিত করছে৷ তারই জেরে বহু ক্ষেত্রে বাড়ছে মানুষের দুর্ভোগ৷’’
দাবি করেছেন, ‘‘জলমগ্ন এই বেহাল দশা দ্রুত ফেরাতে চাইলে বেলগাছিয়া কিংবা পোস্তা উড়ালপুলের মতো দীর্ঘদিন রাস্তা বন্ধ করে রাখতে হবে। তাতে সাধারণ জীবন ব্যাহত হবে। তাই আপাতত লকগেট বন্ধ রাখা হয়েছে৷ যাতে জল ছাপিয়ে না আসে। তবে আগামীদিনে সমস্যা সমাধানের পরিকল্পনা করা হচ্ছে৷” দাবি করেছেন, ‘‘কামারহাটির এই সমস্যা আজকের নয়, দীর্ঘদিনের সমস্যা। প্রাকৃতিক দুর্যোগ আটকাতে পারে, এত বড় হাত কারও নেই। কামারহাটি জুটমিল বাদে সমস্ত জায়গায় নিচু। তাই একটু বৃষ্টিতে জল দাঁড়িয়ে যায়। মুখ্যমন্ত্রী নিচু জায়গাগুলিতে ড্রেজিং করার জন্য দুশো কোটি টাকা বরাদ্দ করেছেন। চেষ্টা করা হচ্ছে যত দ্রত সম্ভব সমস্যা সমাধান করার।”
এদিন কামারহাটি পুরসভা এলাকার ১১ নং ওয়ার্ড পরিদর্শন করেন মদন মিত্র৷ সেখানে তাঁর সঙ্গে ছিলেন কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা সহ অন্যান্যরা। বিধায়ককে সামনে পেয়ে তাদের জল যন্ত্রণার কথা তুলে ধরেন এলাকাবাসী।