কামারহাটি: ত্রিপুরায় বিজেপি তৃণমূলকে ভয় পেয়েছে৷ তাই ওরা লাগাতার হামলা চালাচ্ছে বলে দাবি করলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র৷ ত্রিপুরার বিজেপি কতখানি ভয় পেয়েছে এদিন তার ব্যাখ্যাও দিয়েছেন মদন৷ তাঁর কথায়, ‘‘বিজেপি ত্রিপুরাতে মমতা বন্দ্যোপাধ্যায় কে শুধু ভয় পেয়েছে তা নয়, ওরা বাচ্চা ছেলে দেবাংশুকে পর্যন্ত ভয় পেয়েছে তাই হামলা করছে।’’
দাবি করেছেন, ‘‘এবার অলিম্পিকের থেকেও বড় খেলা হবে৷ কারণ, কারন এটা মানুষের খেলা৷’’ বিজেপিকে রুখে দেওয়ার মন্ত্রও বাতলেছেন নিজস্ব স্টাইলে, ‘‘২ মে মার হয়েছে, এবার ত্রিপুরাতে মার হবে।” শনিবার কামারহাটির ডেভলপমেন্ট সোসাইটি তত্বাবধানে রথ তলা মোড়ে সবজি বিতরণের আয়োজন করা হয়েছিল৷ সেখানেই ত্রিপুরায় তৃণমূলের ওপর বিজেপির হামলা প্রসঙ্গে বলতে গিয়ে একথা বলেন কামারহাটির তৃণমূল বিধায়ক৷
প্রসঙ্গত, টানা বৃষ্টিতে এখনও জলমগ্ন কামারহাটির বিস্তৃর্ণ এলাকা৷ সবচেয়ে সমস্যায় এলাকার দরিদ্র মানুষেরা৷ তাঁদের কথা চিন্তা করেই এদিন এলাকার অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়া মানুষের হাতে সবজি তুলে দেন মদন মিত্র৷ বলেন, ‘‘আজ আলু, পটল, বেগুন, গাটি কচু সহ বিভিন্ন ধরনের সবজি দেওয়া হল৷ পরের দিন চাল, তেল এবং ঘি দেওয়া হবে৷ জলমগ্ন এলাকার মানুষগুলো অন্ততপক্ষে একবেলা সিদ্ধ ভাদ যাতে খেতে পায় তার ব্যবস্থা করে দেওয়ার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে৷ এবং সবটাই মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় করা হয়েছে৷’’