একতারা হাতে ভবানীপুরে প্রচারের সুর বাঁধলেন মদন, দেওয়ালে লিখলেন মমতার নাম

একতারা হাতে ভবানীপুরে প্রচারের সুর বাঁধলেন মদন, দেওয়ালে লিখলেন মমতার নাম

কলকাতা:  ঘোষণা হয়ে গিয়েছে উপনির্বাচনের নির্ঘণ্ট৷ শুরু হয়ে গিয়েছে ভোটের কাউন্টডাউন৷ ৩০ সেপ্টেম্বর ভবানীপুর কেন্দ্র থেকে লড়বেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়৷ জোড় কদমে চলছে প্রচার৷ ভোটের দিন ঘোষণা হতেই শনিবার বিকেলে ভবানীপুরে গিয়ে দেওয়াল লিখনে হাত লাগিয়েছিলেন ফিরহাদ হাকিম৷ আর রবিবার ভবানীপুরে পৌঁছে প্রচারে ঝড় তুললেন কামারহাটির বিধায়ক মদন মিত্র৷ 

আরও পড়ুন- উলটো সুর বিজেপি বিধায়কের মুখে, অস্বস্তিতে নেতৃত্ব

মদন মিত্র মানেই একটু স্পেশাল৷ পুরোটাই রঙিন৷ রবিবার নিজস্ব ভঙ্গিতেই প্রচারে নেমে শোরগোল ফেললেন তিনি৷ একতারা বাজিয়ে মমতার জন্য গাইলেন ‘তোমায় হৃদ মাঝারে রাখব, ছেড়ে দেব না’৷ শুধু তাই নয়, তুলি হাতে নিয়ে রং দিলেন দেওয়াল৷ লিখলেন ঘরের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম৷ চাঙ্গা করলেন দলীয় কর্মীদের মনোবল৷ এরই মধ্য সেই সময় ভবানীপুর দিয়ে যাচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ মদনকে দেখে গাড়ি থামালেন তিনি৷ সকলে যাতে কোভিড বিধি মেনে কাজ করেন, সেই বার্তাও দেন তিনি৷ 

আরও পড়ুন- অন্য শিক্ষক দিবস: সাতসকালে ছাত্রের বাড়িতে হাজির স্যার!

মদন মিত্রের উপস্থিতিতে রবিবাসরীয় বিকেলটা জমে উঠেছিল ডিএল খান রোড৷ মদন মিত্রের গায়ে ছিল সাদা নীল পাঞ্জাবি৷ রাস্তার দাঁড়িয়ে বাজালেন একতারা৷ তাঁর সঙ্গে সুর মেলালেন অনুগামীরাও৷ মদন নিশিচিত, ভবানীপুরের সমস্ত ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ই পাবেন৷ বিরোধীদের এই ভোটে দাঁড়ানোর কোনও মানেই হয় না৷ উল্লেখ্য এই সবের মাঝেই ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে কয়েকজন শিক্ষকের পাও ধুয়ে দেন কামারহাটির বিধায়ক৷    
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − ten =