‘যিনি বলেছিলেন মমতার বাবার ঠিক নেই..’নাম না করে সৌগতকে তুলোধোনা মদনের

‘যিনি বলেছিলেন মমতার বাবার ঠিক নেই..’নাম না করে সৌগতকে তুলোধোনা মদনের

কলকাতা: পুরভোটের তালিকা প্রকাশের পর থেকেই রাজ্যজুড়ে অশান্তির আগুন৷ একাধিক জায়গায় বিক্ষোভ শুরু হয়েছে৷ কারণ একটাই, প্রার্থী না-পসন্দ৷ অশান্তি বেঁধেছে কামারহাটিতেও৷ এমনকী প্রতিবাদে গতকাল এলাকায় বনধ করে দেয় তৃণমূল কর্মীরা৷ এই বিক্ষোভ-অসন্তোষের মধ্যেই গতকাল কামারহাটি রথতলা মোড়ে কর্মীসভার আয়োজন করা হয়েছিল তৃণমূলের পক্ষ থেকে। এই কর্মীসভায় এসে বোমা ফাটালেন কামারহাটির বিধায়ক মদন মিত্র৷ প্রার্থী বাছাই নিয়ে নাম না করে সাংসদ সৌগত রায়কে একহাত নিলেন তিনি৷   

আরও পড়ুন- মমতা-পিকে টেক্সট চালাচালি, আইপ্যাকের সঙ্গে কি সম্পর্ক শেষের পথে তৃণমূল?

এদিন চাঁচাছোলা ভাষায় মদন বলেন, ‘যে নেতা কাজু–বাদাম, বিরিয়ানি খেয়ে লুঙ্গি তুলে মালিশ করে প্রার্থীর নাম দিয়েছেন সেই নেতার যদি সাহস থাকে তাহলে কামারহাটি কাছে বিটি রোড দিয়ে যাতায়াত করে দেখাক। কামারহাটির মানুষ তাঁকে বুঝে নেবে। যে নেতা বলেছিলেন ‘মমতার বাবার ঠিক নেই’, সেই নেতাই আজকে বড় পদ পেয়েছেন দলে। মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করব আপনি নিজে হস্তক্ষেপ করুন। এসব নেতারা থাকলে দলের ক্ষতি হচ্ছে।’ 

পুরভোটের প্রার্থী তালিকা নিয়ে কামারহাটিতে কার্যত বিদ্রোহ ঘোষণা করলেন বিধায়ক মদন মিত্র। ওই সভায় মদন মিত্র আরও বলেন, ‘আমি কোনওদিন বলিনি, ক্যাবিনেটে পাশ হয়ে গিয়েছে, কামারহাটি কর্পোরেশন হবে, বাইরে এসে ধুতি পরা নেতা বিবৃতি দিচ্ছেন দমদম কর্পোরেশন হবে৷ কেন, ওখানে মালকড়ি বেশি পাওয়া যাবে বলে? আপনি এখানে একটা কথা বলে যাচ্ছেন, তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে বসে সিগারেট খেতে খেতে আরেকটা কথা বলে দিচ্ছেন। একেবারে ভুল শংসাপত্র ধরিয়ে দিচ্ছেন! নেত্রীকেই বিভ্রান্ত করছেন, ভুল রিপোর্ট দিচ্ছেন! কেন করছেন এরকম? কোনও ঠিক ঠিকানা নেই আপনার! আজ এখানে কাল সেখানে! আমায় ধমকে চমকে কোনও লাভ হবে না। আমি তৃণমূলের সঙ্গেই রয়েছি। তৃণমূলের হয়েই থাকব। দল যা বলবে তাই করব।’ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × three =