ঠিক কি ঘটেছিল ২১ জুলাই? কার নির্দেশে গুলি? বিস্ফোরক তথ্য দিলেন মদন

ঠিক কি ঘটেছিল ২১ জুলাই? কার নির্দেশে গুলি? বিস্ফোরক তথ্য দিলেন মদন

কলকাতা:  সালটা ১৯৯৩৷ সেই সময় তৎকালীন যুব কংগ্রেসের রাজ্য সভানেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবিতে সচিত্র ভোটার কার্ডের দাবি তোলেন তিনি। সেই দাবি নিয়েই তৎকালীন বাম সরকারের মূল সচিবালয় মহাকরণ অভিযানের ডাক দেয় কংগ্রেস৷ ২১ জুলাই মমতার নেতৃত্বে শুরু হয় মহাকরণ অভিযান৷ অভিযোগ, তাঁদের মিছিলে গুলি চালায় পুলিশ৷ মৃত্যু হয় ১৩ জন কংগ্রেস কর্মীর৷ সৌগত রায়, শোভনদেব চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, মদন মিত্ররাও ছিলেন সেদিনের মিছিলে।  তবে এই ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের টার্নিং পয়েন্ট বলে অনেকেই মনে করে থাকেন। ২১ জুলাইয়ের পর বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনের প্রধান মুখ হয়ে ওঠেন তিনি। পরে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস গঠন করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু তিনি ভুলতে পারেননি ২১ জুলাইয়ের সেই আন্দোলনকে৷ তৃণমূলের জন্মলগ্ন থেকেই ২১ জুলাই পালন করে আসছে তাঁর দল৷ 

আরও পড়ুন- ‘তৃণমূল জানসে প্যায়ারা’, ভিড়ে ঠাসা ধর্মতলায় গানের তালে মাতোয়ারা জনজোয়ার

কিন্তু প্রশ্ন হল ১৯৯৩ সালের ২১ জুলাই কার নির্দেশে পুলিশ যুব কংগ্রেস কর্মীদের উপর গুলি চালিয়েছিল পুলিশ? আজও  সেই প্রশ্নের জবাব মেলেনি। সেই বিষয়েই এবার চাঞ্চল্যকর দাবি করলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। তিনি বলেন, আমরা এ রাজ্যে ক্ষমতায় এসেছি ১১ বছর আগে। কিন্তু, মহাকরণ ছেড়ে যাওয়ার সময় বামেরা সব নথি লোপাট করে দিয়ে গিয়েছে। এখনও অবশ্য কিছু কিছু নথি আছে। তার ভিত্তিতেই বিচার হবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + eleven =