পুরনো ছন্দে মদন, ছাত্রধরকে নিয়ে সভার হুঙ্কার, একহাত নিলেন বিজেপিকে

একই সঙ্গে কিভাবে বাংলায় পদ্ম ফোটাতে পারে, সেই প্রসঙ্গ টেনে এনে হুঁশিয়ারি দিলেন মদন মিত্র।

026ffc5ceb6f57b978274057bd89da1b

কলকাতা: আবারো একবার পুরনো ছন্দে দেখা গেল রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল নেতা মদন মিত্রকে। শুধু পুরনো ছন্দের দেখা মিলল না, পুরনো ঢঙে বিজেপিকে আক্রমণ করতে শোনা গেল তাঁকে। শুভেন্দু অধিকারী থেকে শুরু করে রাজ্যপাল জগদীপ ধনকড়, সকলকে কটাক্ষ করলেন তিনি। একই সঙ্গে কিভাবে বাংলায় পদ্ম ফোটাতে পারে, সেই প্রসঙ্গ টেনে এনে হুঁশিয়ারি দিলেন মদন মিত্র।

এদিন একটি মামলার জন্য ব্যাঙ্কশাল আদালতে আত্মসমর্পণ করতে এসেছিলেন মদন মিত্র। ব্যক্তিগত ৩০০ টাকার বন্দে জামিন পান তিনি। এর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মদন জানান, আগামী মাসে নেতাইয়ে ছত্রধর মাহাতোকে নিয়ে সভা করবেন তিনি। বিজেপির যদি ক্ষমতা থাকে সেখানে পদ্ম ফুটিয়ে দেখাক, এমনই হুঁশিয়ারি দিলেন প্রাক্তন মন্ত্রী। পাশাপাশি জানালেন, তার নামের রাজ্যের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে কিন্তু তিনি ভয় পান না। মদন‌ বলেন, তিনি সিপিএম জমানায় ভয় পাননি এখন বিজেপিকেও ভয় পাবেন না। হুঁশিয়ারি দিয়ে বললেন, তাঁর নামে যদি বিজেপি এক লক্ষ মামলা দায়ের করে তাও নিডর হয়ে থাকবেন তিনি। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে উঠে আসে রাজ্যপাল জগদীপ ধনকড়ের প্রসঙ্গ। মদন বলেন, রাজ্যপাল হিসেবে অনৈতিক এবং আইন লঙ্ঘনকারী কাজ করে চলেছেন তিনি। তাঁর বিরুদ্ধে মামলা হওয়ার প্রয়োজন রয়েছে, দরকার হলে তিনি‌ নিজে মামলা করবেন বলে জানিয়ে দেন মদন।

গতকাল খড়দহ থেকে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী একের পর এক আক্রমণ করেছেন শুধু মূল কংগ্রেস সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে। হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তাঁর বাড়িতে তো পদ্ম ফুটবেই, সবার বাড়িতে ঢুকে তিনি পদ্ম ফোটাবেন। ‌ এই প্রেক্ষিতে মদন মিত্র জানান, ভারতবর্ষে একটাই পরিবার ছিল যারা তিনটে প্রধানমন্ত্রী দিয়েছে এবং দুটো লাশ। মেদিনীপুরের অধিকারী পরিবার কি দিয়েছে, তারা তো শুধু নিয়েছে! এক্ষেত্রে তিনি যে গান্ধী পরিবারের প্রসঙ্গ টেনে শুভেন্দু অধিকারী এবং তার পরিবারকে খোঁচা মেরেছেন তা বুঝতে কারো বাকি নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *