ভোটের আগে মমতার জন্য এবার ‘‘লাভলি’ গান বাঁধলেন ‘কালারফুল’ মদন

ভোটের আগে মমতার জন্য এবার ‘‘লাভলি’ গান বাঁধলেন ‘কালারফুল’ মদন

434a9f33006fd04baa2f21e02b877aed

 

কলকাতা:  মদন মিত্র মানেই রাজনীতির এক রঙিন চরিত্র৷  মুখ্যমন্ত্রীর কথাতেও, ‘মদন একটু খুবই কালারফুল’৷ তাঁকে নিয়ে তৈরি হচ্ছে জোড়া বায়োপিক৷ সেই মদন মিত্রকে এবার গানের ভিডিও রেকর্ড করে শোরগোল ফেললেন কামারহাটির বিধায়ক৷ প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসে ‘ওহ লাভলি’ গানে নজর কেড়েছিলেন মদন। এবার ‘গাল্লি বয়’-এর ধাঁচে র‌্যাপ ভিডিয়ো রেকর্ড করলেন রাজনীতির ‘কালারফুল বয়’। তবে এই গান তিনি গেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই৷ সামনেই ভবানীপুরের উপনর্বাচন৷ তার আগে একটি বেসরকারি সংস্থার উদ্যোগে গান রেকর্ড করেন তিনি৷

আরও পড়ুন- ভোটের আগে মানুষ কেন বিজেপিতে গিয়েছিলেন, ফাঁস করলেন তৃণমূল নেত্রী

গানের কলিতে ফুটে উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি জয়ের লক্ষ্য৷ গানের কথায় কোথাও বলা হয়েছে, “ভবানীপুর টু কামারহাটি, দিদির হাত ধরে সামনে হাঁটি”৷ আবার কখনও বলা হয়েছে,  ‘ইন্ডিয়া ওয়ানা হার বেটিয়া’ ৷ মদনবাবু গানটি গেয়েছেন হিপ হপ স্টাইলে৷ গানের কথা সুর দিয়েছেন প্রতীম দে৷ নজরে অবশ্যই ভবানীপুরের উপনির্বাচন৷ তবে এই গানে উঠে এসেছে মাতঙ্গিনী হাজরারা প্রসঙ্গও৷

আরও পড়ুন- ভোটের আগে মমতার জন্য এবার ‘‘লাভলি’ গান বাঁধলেন ‘কালারফুল’ মদন

উল্লেখ্য, স্বাধীনতা দিবসের ভাষণে মাতঙ্গিনী হাজরাকে বাংলার স্বাধীনতা সংগ্রামীর বদলে অসনৃমের বীরঙ্গনা বলে উল্লেখ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ তাই লেখা হয়েছে, ‘চিনি বা না চিনি, শি ইজ মাতঙ্গিনী৷’ ভোটের আগে বেশ জনপ্রিয় হয়েছিল মদনের গাওয়া ‘ওহ লাভলি’ গানটি৷ এবার ‘ইন্ডিয়া ওয়ানা হার বেটিয়া’ গানে ঝড় তুলেন কামারহাটির বিধায়ক৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *