অবসরের কথা ভাবছেন মদন! দলে গুরুত্ব বাড়াতে পরোক্ষ চাপ? বিধায়কের মন্তব্যে শোরগোল

অবসরের কথা ভাবছেন মদন! দলে গুরুত্ব বাড়াতে পরোক্ষ চাপ? বিধায়কের মন্তব্যে শোরগোল

c139eff756666c9630dbc678fe692dd9

কলকাতা: এবার তাপস রায়ের সুর মদন মিত্রের গলায়। দিন কয়েক আগে রাজনীতি থেকে ‘অবসর’ নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন তাপস৷ এবার ‘অবসর’ নেওয়ার কথা ভাবনাচিন্তা শুরু করলেন কামারহাটির তৃণমূল বিধায়ক। একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে মদন মিত্র বলেন, ‘‘আপাতত ২০২৬ অবধি বিধায়ক আছি। তারপর নতুন করে ভাবতে হবে।’’

আরও পড়ুন- বিধানসভার বৈঠকে ডাক পেলেন জেলবন্দি পার্থ!

মদনের অবসরের সুরে প্রশ্ন উঠছে, তবে দলের অন্দরে গুরুত্ব পেতে ‘চাপ বাড়ানো’র কৌশল নিলেন মদন?  তবে দিন কয়েক আগে যখন অবসরের ইঙ্গিত দিয়ে রাজনীতিতে বয়ঃসীমা বেঁধে দেওয়ার পক্ষে সওয়াল করেছিলেন বর্ষীয়ান তৃণমূল বিধায়ক তাপস রায়, তখন সুকৌশলে তাঁর পাশে দাঁড়িয়েছিলেন মদন। বলেছিলেন, ‘‘১৯৭২ সাল চলে গিয়েছে, আর বয়সের বাহাত্তর যাবে না?’’ বৃহস্পতিবার ফের তাঁর মুখে একই সুর৷ এদিন তিনি বলেন, ‘‘সকলকেই ভাবতে হবে যে তাঁর আর দাঁড়ানো উচিত কি না। আমার থেকে ভাল কেউ আছে কি না। আমি বিধানসভায় গিয়ে অনেককেই বলতে শুনেছি, উনি ১১ বারের বিধায়ক। আমার খারাপ লাগে।’’  সেই সঙ্গে মদন আরও বলেন,  ‘‘বারবার ভোটে না দাঁড়িয়ে ছেলে, নাতি এঁদের সুযোগ দিলে ভাল হত। আমার খেলা দেখেই তো নতুন প্রজন্ম শিখবে। নিজেকে নিজের মতো গুটিয়ে নিয়েছি। যা না পাওয়ার ছিল সেটা না পাওয়াই থাক। রোদন ভরা এ বসন্তের গান গাইতে যাইনি। ৮০ কেজি ওজন হয়ে গেছে। এটা ঠিক নয়। অনেক দিন তো হল।’’