‘মন্ত্রিত্ব চাইনি, কামারহাটি পুরসভার প্রশাসক করে দিন, বিধায়ক পদ ছেড়ে দেব’, বিস্ফোরক মদন

‘মন্ত্রিত্ব চাইনি, কামারহাটি পুরসভার প্রশাসক করে দিন, বিধায়ক পদ ছেড়ে দেব’, বিস্ফোরক মদন

02854e76f252755429ff514c086527f0

কলকাতা:  ফের বিস্ফোরক কামারহাটির বিধায়ক মদন মিত্র৷ মন্ত্রিত্ব চাই না৷ কামারহাটি পুরসভার প্রশাসক করে দিন৷ কামারহাটির উন্নয়নে কাজ করব৷ দরকার হলে বিধায়ক পদ ছেড়ে দেব৷ তিন মাসের মধ্যে কামারহাটি এলাকার উন্নয়ন করব৷ সাংগঠনিক বৈঠকের আগে দলনেত্রীর কাছে আবেদন মদন মিত্রের৷ 

আরও পড়ুন- ‘এক ব্যক্তি এক পদ’ নীতিতে বদলাতে পারে দলের খোলনলচে, তৈরি হবে ’২৪ এর রোডম্যাপ

ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে মদন মিত্রকে বলতে শোনা যায়, ‘‘খালি কমিশন৷ কখনও ১০ লাখ, কখনও ৫০ লাখ৷ মানুষ আর পারছে না৷ আপনি একটু নজর দিন৷ আপনি বললে বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে পারি৷ আমি শুধু কামারহাটি পুরসভার প্রশাসক হতে চাইছি৷’’ তিনি আরও বলেন, ‘‘এমন একটা সময় আসছে যখন প্রেম-পিরিতের দিন আর বেশি আসবে না৷ এখন মানুষের সঙ্গে লড়তে হবে৷ আমি লড়তে রাজি আছি৷ আপনি আমাকে কামারহাটির প্রশাসক করে দিন৷ আমি পদত্যাগ করছি৷ ৩ মাসের মধ্যে কামারহাটির চেহারা বদলে দিতে না পারলে আমার নাম মদন মিত্র নয়৷ আমায় ভুল বুঝবেন না৷ আমি মন্ত্রী হতেও চাইনি, এমএলএ হতেও চাইনি৷ আপনি দয়া করে টিকিট দিয়েছেন৷ আপনার দয়াতেই জিতেছি৷ তবে আমি ৩ বার জিতেছি৷ একবার ৩১ হাজার ৯০০৷ একবার ২৮ হাজার ঈআর একবার ৩৫ হাজার ৪০০৷ এটা ইতিহাস৷’’

কামারহাটির বিধায়কের কথায়, ‘‘পৌরসভা কোনও কাজ করেনি৷ সাগরদত্তর সামনে নোংরায় ভর্তি৷ আমাকে দায়িত্ব দিলে ৩ মাসের মধ্যে কাজ করে দেখাব৷ কামারহাটিকে কলকাতা পৌরসভা থেকে বেশি উন্নত করে দেব৷ না পারলে পদত্যাগ করব৷ যাদের ছেলে মানুষ ভাবছেন তাঁরা কী জনিস জানেন না৷ শুধু কামারহাটি নয় বরানগর থেরে হালিশহর পর্যন্ত পরিবর্তন করে দেব৷ শুধু একটা সুযোগ দিন৷ ভিক্ষা চাইছি৷’’ তবে এই বিষয়ে লোকে কী বলবে সে বিষয়ে তিনি চিন্তিত নন বলেও জানান মদন মিত্র৷ সেই সঙ্গে তিনি বলেন, আমি কোনও দিনও বেইমানি করিনি৷ মনে করলে আমাকে কাজে লাগিয়ে দেখতে পারেন৷ আমি মদ খেয়ে কথা বলছি না৷     
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *