কলকাতা: পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে অভিনব কাজ করলেন রাজ্যের প্রাক্তন পরিবহণ মন্ত্রী মদন মিত্র। ভবানীপুরে রিকশা চালিয়ে মূল্য বৃদ্ধির প্রতিবাদ করেন কামারহাটি তৃণমূল কংগ্রেস বিধায়ক। একই সঙ্গে এই ইস্যুতে কেন্দ্রীয় সরকার তথা বিজেপি দলকে চরম কটাক্ষ করেছেন তিনি।
মদন মিত্র বলছেন, একদিকে বিজেপি দল রামের নামে তলোয়ার চালিয়ে যাচ্ছে অন্যদিকে তৃণমূল রিকশা চালককে রিকশায় বসিয়ে টেনে নিয়ে যাচ্ছে। এর পাশাপাশি ওই রিকশা চালককে নতুন পাঞ্জাবিও দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তিনি জানিয়েছেন, যাতে গরম না লাগে সেজন্য হাওয়া করা হয়েছে ওই রিকশা চালককে, পাশাপাশি তাঁদের এই কর্মসূচীর পর রিকশা চালকের পা গঙ্গাজল দিয়ে ধুয়ে দেওয়া হয়। এভাবে অভিনব প্রতিবাদের পাশাপাশি স্থানীয় লোকজনকে পাঁচ কেজি সব্জি এক টাকায় দেওয়া হয় বলেও জানা গিয়েছে। প্রসঙ্গত, কলকাতায় পেট্রোলের দাম লিটারে প্রায় ১০০ টাকা! বর্তমানে কলকাতায় লিটারপ্রতি ৩৪ পয়সা বেড়ে পেট্রোলের দাম হয়েছে ৯৭ টাকা ৯৭ পয়সা। ডিজেলের দাম লিটারে ৩৫ পয়সা বেড়ে নতুন দাম হয়েছে ৯১ টাকা ৫০ পয়সা।