‘ওহ লাভলি’! রাখি সাওয়ান্তকে সঙ্গে নিয়ে মঞ্চ মাতালেন মদন মিত্র

‘ওহ লাভলি’! রাখি সাওয়ান্তকে সঙ্গে নিয়ে মঞ্চ মাতালেন মদন মিত্র

 কলকাতা:   মদন মিত্র মানেই নতুন চমক৷ আরও একবার বঙ্গ রাজনীতিতে চমক দিলেন ‘কালারফুল বয়’৷ বলিউডের আইটেম গার্ল রাখি সাওয়ান্তকে পাশে নিয়ে গান জুড়লেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। ‘ও লাভলি, MM ইস আ কালারফুল বয়’-গানে মাতলেন তাঁর অনুরাগীরা। বাংলায় বিতর্কিত নেতা মদন মিত্রের অনুরাগীদের সংখ্যাও নেহাত কম নয়। বিভিন্ন সময়ে অনুরাগীদের নানাবিধ ‘সারপ্রাইজ’ দিয়ে থাকেন তিনি। এবার একেবারে রাখি সাওয়ান্তকে  নিয়ে মঞ্চ মাতালেন বিধায়ক। মুহূর্তে ভাইরাল হল সেই ভিডিও।

rakhi

কখনও রঙিন ধুতি পাঞ্জাবি, কখনও ওয়েস্টার্ন ড্রেস, আবার কখনও বা মাইক হাতে খোলা গলায গান গেলে রাজ্য বাসীর মন জিতেছেন  কামারহাটির বিধায়ক। দুর্গা পুজোর পর কালী পুজোর আনন্দে মাতোয়ারা গোটা দেশ৷ এরই পালা কার্তিক পুজোর৷ খুঁটি পুজোতে তাই একেবারে মুম্বই থেকে কালকাতায় নিয়ে এলেন বলি অভিনেত্রী রাখি সাওয়ান্তকে৷ তাঁকে সঙ্গে নিয়েই কার্তিক পুজোর দ্বীপ প্রজ্জ্বলন করলেন ভবানীপুর ইউথ ফোরামের সভাপতি মদন মিত্র। আর ভবানীপুরের কার্তিক পুজোর খুঁটি পুজোতে  পা রেখে কলকাতাবাসীর উদ্দেশ্যে রাখি বললেন, ‘হ্যালো কলকাতা হাউ আর ইউ? তুমি কেমন আছে? ভালো!’ 

এদিন পুরোদস্তুর বাঙালি বেশে দেখা গেল রাখি সাওয়ান্তকে। পরনে লাল টুটটুকে বেনারসি শাড়িতে পুরদস্তুর বাঙালি রাখি৷ যেন বিয়ের নতুন কনে। তার পাশে কালো রোদ চশমা, বাহারি জহর কোট আর হালকা রঙের পাঞ্জাবিতে রাখকে টক্কর দিলেন মদন মিত্র৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × four =