কলকাতা: বোমা ফাটালেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র৷ বিজেপির ১০০ ভাগ হিন্দুত্বকে নিয়ে বড়সড় প্রশ্ন তুলে বললেন, ‘‘বিজেপি যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কথা বলে, তিনি মুসলিম লিগের নেতার পায়ে গিয়ে ধরে বলেছিলেন- আসুন আমাদের সঙ্গে, আমরা একসঙ্গে লডাই করি৷’’ তাঁর আরও সংযোজন, ‘‘আমাকে কেউ চ্যালেঞ্জ করলে আমি তা দেখিয়ে দেব৷’’
১৬ অগাস্টকে ‘খেলা দিবস’ হিসেবে পালন করার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ঘটনাচক্রে মমতার এই দাবিকে তুলোধনা করা হয়েছে বিজেপির টুইটারে৷ ওই প্রসঙ্গেই তিনি বলেন, ‘‘১৯৪৬ সালের ১৬ অগাস্ট একসঙ্গে অনেক মানুষের মৃত্যু হয়েছিল৷ তাঁদের সম্মান জানাতে নেত্রী ওই দিনটিকে স্পোটর্স ডে হিসেবে চিহ্নিত করেছেন৷ অথচ বিজেপি সবেই ধর্মের সুরসুরানি দেয়৷’’ এরপরই বিজেপির অন্যতম প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নিয়ে বিস্ফোরক দাবি করে বসেন মদন৷
একই সঙ্গে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভানেত্রী মহুয়া দাসকে কেন্দ্র করে তৈরি করা বিতর্ককেও ছোট ঘটনা বলে মন্তব্য করেছেন তিনি৷ তাঁর দাবি, ‘ওটা ছোট ব্যাপার৷’’ ব্যাখ্যা করতে দিয়ে বলেছেন, ইমোশনালি বলে ফেলেছেন, বিজেপি ওটাকে নিয়ে রাজনীতি করছে৷