নিজস্ব সংবাদদাতা, ভাঙড়: বুধবার দক্ষিণ ২৪ পরগনার ভাঙরের হাতিশালা থেকে বামনঘাটা হয়ে ভোজেরহাট পর্যন্ত র্যালি করলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম। হুডখোলা জিপে আরাবুলের পাশে দাঁড়ালেন রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী মদন মিত্র৷ এদিন র্যালির প্রধান আকর্ষণ ছিলেন মদন মিত্রই৷ এদিন আরাবুলের প্রশংসায় পঞ্চমুখ হন মদন মিত্র৷ আরাবুলকে এদিন ভাঙড়ের ‘তরতাজা’ নেতার তকমা দেন তিনি৷ একইসঙ্গে বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে মদন বলেন, ‘খেলা হবে৷ খেলার জন্য যা প্রয়োজন আমি তাই পোঁছে দিয়ে যাব৷’
এদিন ভাঙড়ের জনপ্রিয় নেতা আরাবুল ইসলাম বলেন, ভাঙড়ের মানুষ তৃণমূলের সাথে আছে এটা আজ জলের মত পরিষ্কার। এদিকে এদিন র্যালিতে ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি ওহিদুল ইসলাম, জুলফিক্কর মোল্লা, মোদাসের হোসেন, খইরুল ইসলাম৷ আরাবুলের ছেলে হাকিমুল ইসলামের নেতৃত্বে হাজার হাজার বাইক অংশ নেয়। র্যালির অন্যতম আকর্ষন ছিলেন মদন মিত্র৷
মদন মিত্র আরাবুল ইসলাম প্রসঙ্গে বলেন,‘আরাবুল শুধু ‘তাজা নেতা’ নন উনি ‘তরতাজা’ নেতা। ভাঙড় সহ গোটা রাজ্যেই তৃণমূল বিপুল ভোটে জয়লাভ করবে। ২০২১ সালে ২২১ টি আসন পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আবার সরকার গঠন করবে’।ভাঙড়ে জেতার জন্য যা যা দরকার সেসবও সরবরাহ করবেন বলেন মদন। কি কি সরবরাহ করা হবে সাংবাদিকরা সেটা জানতে চাইলে মদন বলেন, ‘খাদ্যসাথী, স্বাস্থ্য সাথী, জব কার্ড সহ যা যা দাবি দাওয়া আছে সাধারণ মানুষের তা পূরণ করা হবে। সেগুলি আমি সরবরাহ করব।’