Aajbikel

গায়ে জড়ানো সাদা শাল, কপালে রঙের টিকা, মদনের পাশে বসে এক সুন্দরী, জানেন তিনি কে?

 | 
মদন

কলকাতা: শরীর ভালো নেই তাঁর। তাই আপাতত বাড়িতেই থাকছেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। লোকসভা ভোটে তারকা প্রচারকের তালিকাতেও নাম নেই তাঁর। এমনকি তৃণমূলের ব্রিগেড সমাবেশেও অংশ নিতে পারেননি তৃণমূলের কালারফুল নেতা মদন মিত্র। যে সোশ্যাল মিডিয়ায় তিনি সদা অ্যাকটিভ থাকতেন, সেখানেই তাঁর ‘অ্যাক্টিভিটি’ চোখে পড়ছে না। দীর্ঘ বিরতির পর ফের সমাজমাধ্যমে হাজির কামারহাটির তৃণমূল বিধায়ক। দোলে রং মাখা ছবি শেয়ার করলেন ফেসবুকে। তাঁর পাশে বসে এক সুন্দরী। মদন মিত্র সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করতেই হু-হু করে তা শেয়ার করতে শুরু করেন নেটাগরিকরা।

কিন্তু কে এই সুন্দরী? আসলে ছবিতে যাঁকে মদনের পাশে বসে থাকতে দেখা গিয়েছে, তিনি তাঁর ছোট পুত্রবধূ। নাম মেঘনা মিত্র। ছোট ছেলের বউ-এর সঙ্গে ছবিটি পোস্ট করে ক্যাপসানে মদন লিখেছেন, ‘কেমন কাটল আপনাদের দোল’? উল্লেখ্য, মেঘনাও কিন্তু তৃণমূলের সঙ্গে যুক্ত৷ তিনি কামারহাটি পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তবে তিনি মদনের কাছে পুত্রবধূ নয়, বরং কন্যাসম। ‘বাবা’ মদন মিত্রের প্রশংসা করতেও কখনও পিছপা হননি মেঘনা৷ তবে এই ছবি দেখে বোঝা যাচ্ছে, এখনও পুরোপুরি সুস্থ নন মদন৷ 

Around The Web

Trending News

You May like