সুইমিং পুলে জলকেলি করছেন মদন, লাইভে দেখছে রাজ্যবাসী

সুইমিং পুলে জলকেলি করছেন মদন, লাইভে দেখছে রাজ্যবাসী

কলকাতা: তিনি তৃণমূল‌ের ‘রঙিন’ নেতা। স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ‘কালারফুল’ সত্তা নিয়ে মন্তব্য করেন। তিনি কামারহাটির তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্র। নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে প্রায় সময়েই রাজ্যের সাধারণ মানুষের বিশেষ নজরে চলে আসেন তিনি। আর ‘মদন মিত্র লাইভে আছি’ শুনে তো বাঙালির অভ্যাসই হয়ে গিয়েছে। ফেসবুক লাইভে এসে কত কী করেন তিনি, বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন। তবে আজ তাঁকে দেখা গেল সুইমিং পুলে জলকেলি করতে। জলে ভাসতে ভাসতে আবার তিনি বললেন, ‘আমাকে প্লিজ প্রেস করবেন না’।

আরও পড়ুন- ময়নাতদন্ত স্থগিতের আর্জি, BJP কর্মীর রহস্যমৃত্যুতে মামলার অনুমতি হাই কোর্টের

এদিন মদন মিত্র লাইভে বলেন, রাজনীতির সমুদ্র থেকে তিনি নুড়ি-পাথর কুড়োতে পারেননি, তাই এখন সুইমিং পুলেই নুড়ি কুড়োতে নেমেছেন। তাঁর কথায়, ”ক্যাবিনেট মন্ত্রী থেকে সর্বভারতীয় যুব প্রেসিডেন্ট হওয়ার পরেও এখনও রাজনৈতিক সমুদ্রের পুলে নুড়িও কোড়াতে পারিনি। যত বড় বড় বৈজ্ঞানিক ছিলেন পৃথিবীতে তার থেকে বড় বড় রাজনীতিবিদ এখন রয়েছেন পৃথিবীতে। তাই ভাবলাম রাজনৈতিক সমুদ্রের পুলে যখন নুড়ি কোড়াতে পারিনি তাই সুইমিং পুলের পুলে নুড়ি কোড়াই।” এরপরেও সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, দয়া করে তাঁকে যেন বিরক্ত না করা হয়। প্রেস করা হয়। উল্লেখ্য, রাজনৈতিক ব্যক্তিত্বরা ‘প্রেস কনফারেন্স’ বা সাংবাদিক বৈঠককে সংক্ষেপে ‘প্রেস’ বলেন হামেশাই।

আসলে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা দলীয় বৈঠকে যেতে বিধায়ক মদন মিত্রের দেরি হয়ে গিয়েছিল। তাই তাঁকে হালকা ‘বকাবকি’ করেন মুখ্যমন্ত্রী। তখন মদন জানিয়েছিলে যে, সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে দেরি হয়েছে। তখন সংবাদমাধ্যমের সঙ্গে বেশি কথা না বলার পরামর্শ দেন মমতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *