ফের অসুস্থ মদন মিত্র, শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হাসপাতালে

ফের অসুস্থ মদন মিত্র, শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হাসপাতালে

কলকাতা: নিজের কেন্দ্রের নির্বাচনের দিন বিকেলের দিকে অসুস্থ হয়ে পড়েছিলেন কামারহাটির তৃণমূল কংগ্রেস প্রার্থী মদন মিত্র। ‌ শ্বাসকষ্টের সমস্যা নিয়ে অসুস্থ হয়েছিলেন তিনি এবং তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে তাঁকে অক্সিজেন দেওয়া হয়। পরবর্তী ক্ষেত্রে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও ফের একবার শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হতে হল তৃণমূল কংগ্রেস প্রার্থীকে‌। এখন এসএসকেএম হাসপাতালে উডর্বান বিভাগে চিকিৎসাধীন মদন মিত্র। 

নির্বাচনের দিন যখন অসুস্থ হয়ে পড়েছিলেন তখন অনেকেই আশঙ্কা করেছিলেন যে তিনি হয়তো করোনাভাইরাস আক্রান্ত হতে পারেন। কিন্তু পরবর্তী ক্ষেত্রে টেস্ট হওয়ায় তাঁর রিপোর্টে নেগেটিভ আসে। মাঝে কয়েকদিন সুস্থ থাকলে অপের একবারে দিন সেই আগের মতো শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন তিনি। আপাতত তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। ভোটের দিন সকালে দক্ষিণশ্বরে পুজো দেওয়ার পর সারা দিন ধরে বুথে বুথে ঘুরেছেন তিনি৷ নিজে গাড়ি চালিয়ে গোটা এলাকা কার্যত তিনি চষে বেড়িয়েছেন৷ পরে বিকেলের দিকে তিনি কামারহাটির তৃণমূল পার্টি অফিসে আসেন৷ এর পরেই বুকে ব্যথা অনুভব করেন৷ পার্টি অফিসের ভিতরেই তাঁকে অক্সিজেন দেওয়া হয়৷ পরে আপাতত অক্সিজেন নিয়ে খানিকটা সুস্থ হয়ে ওঠেন তিনি৷ 

প্রসঙ্গত, ভোটের দিন এক বুথে গেলে তাঁর সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর বচসা বাঁধে। তিনি তখন নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তাদের বলেন, ”মদন মিত্র নাম আমার”। অবশ্য  গতবার এই কেন্দ্রে হেরেছিলেন তিনি৷ এ প্রসঙ্গে মদন মিত্র বলেন, গতবার আমাকে এখানে আসতে দেওয়া হয়নি৷ বলা হয়েছিল আমি মরে গিয়েছে৷ নতুন করে আমাকে বার্থ সার্টিফিকেট নিতে হয়েছে৷ গতবার টিম ছিল, জার্সি ছিল, তবে ক্যাপ্টেনটা ছিল না৷ বিজেপি যেন মনে রাখে এবার ক্যাপ্টেন ময়দানে রয়েছে৷ তিনি মনে করছেন, এবার তৃণমূল দুই তৃতীয়ংশ ভোটে জিতবে৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × three =