শহিদ দিবসে রাস্তায় টোটো চালালেন মদন মিত্র

শহিদ দিবসে রাস্তায় টোটো চালালেন মদন মিত্র

02854e76f252755429ff514c086527f0

কামারহাটি: যিনি বক্তৃতা দেন তিনি টোটোও চালান৷ কিংবা বলা ভাল, ছিলেন বিধায়ক৷ বুধবার একটা দিনের জন্য তিনি হয়ে গেলেন টো টো চালক৷ নাহ্, কোনও ডিমোশন নয়৷ এদিন স্বেচ্ছায় এমন ভূমিকায় দেখা গেল কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রকে৷ সৌজন্যে, ২১ জুলাইয়ের শহিদ সমাবেশ৷

বুধবার শহীদ দিবস উপলক্ষে কামারহাটি বিধানসভা এলাকায় বিনামূল্যে অটো ও টো টো পরিষেবা দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন বিধায়ক মদন মিত্র। শুধু তাই নয়, এদিন তিনি নিজে টো টো চালিয়ে যাত্রীদের পরিষেবাও দেন৷ কেন? মদনের কথায়, ‘‘রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি, পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে এবং  ২১ জুলাইয়ে শহিদদের স্মৃতির উদ্দেশ্যে শুধুমাত্র আজকের জন্য বিনামূল্যে অটো পরিষেবা দিলাম৷’’

মদন টোটো

মদন মিত্র এদিন নিজে যাত্রীদের নিয়ে টোটো চালান৷ বললেন, ‘‘শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই অভিনব প্রয়াস৷’’ টোটোর স্টিয়ারিংয়ে বসে দিব্যি স্থানীয় বাসিন্দাদেরকে বাজার দোকান, অফিস , স্টেশন  পর্যন্ত বিনামূল্যে পৌঁছে দিলেন তিনি৷ অটো, টোটো পরিষেবা ছাড়াও জায়েন্ট স্ক্রিনের  মাধ্যমে মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল সভা দেখানোর ব্যবস্থাও করেছিলেন মদন৷ বিধায়কের এহেন ভূমিকায় খুশী এলাকার বাসিন্দারা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *