মুখে ব্যান্ডেজ, হাতে লেখা ‘গলায় ব্যথা, পায়ে সর্ষে’, SSKM থেকে কোন রূপে বেরলেন মদন?

মুখে ব্যান্ডেজ, হাতে লেখা ‘গলায় ব্যথা, পায়ে সর্ষে’, SSKM থেকে কোন রূপে বেরলেন মদন?

কলকাতা: দিন কয়েক আগেই স্বরযন্ত্রের সমস্যা নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র৷ সেখানে অস্ত্রোপচারের পর শুক্রবার ছুটি পান তিনি৷ তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল আছে বলেই জানিয়েছেন চিকিৎসকরা৷ অস্ত্রোপচার করে তাঁর ভোকাল কর্ড থেকে একটি টিউমার বার করে আনা হয়েছে৷ তাই আপাতত ১০ দিন কথা না বলার পরামর্শ দেওয়া হয়েছে তাঁকে৷ 

আরও পড়ুন- ইভিএম কারচুপিতে জিতেছে! বাংলায় হেরেও লজ্জা নেই বিজেপির, প্রতিক্রিয়া মমতার

এসএসকেএম সূত্রে খবর, প্রথম ল্যারিঙ্গস্কপিতে বিধায়কের গলায় একটি টিউমার ধরা পড়েছিল৷ কিন্তু অস্ত্রোপচারের সময় দেখা যায় দু’টি টিউমার রয়েছে।  তিনি আপাতত স্থিতিশীল। সিওপিডি’র সমস্যা থাকায় দু’দিন পর্যবেক্ষণে রাখা হয়েছিলেন মদন মিত্রকে। অক্সিজেন দিতে হয়েছে। তবে এখন সুস্থ থাকায় হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেন চিকিৎসকরা। কিন্তু, আজ হাসপাতাল থেকে বেরনোর সময় আজব কাণ্ড করলেন তিনি৷ মুখ বাঁধলেন ব্যান্ডেজে৷ হাতে ধরা একটা পাতা৷ সেখানে লেখা, ‘বাড়ি থেকে বিধানসভা যাব। আজ বাজেট।’ অন্য একটি লাইনে লেখা, ‘আমার গলায় ব্যথা, পায়ে সর্ষে’।  অর্থাৎ কথা বলা বারণ হলেও, তিনি যে কাজ চালিয়ে যাবেন, তা স্পষ্ট করে দিয়েছেন৷

অনেক দিন ধরেই গলার সমস্যায় ভুগছিলেন মদন৷ গত বছর মে মাসে এসএসকেএমের উডবার্ন ব্লকে ভর্তি থাকার সময়েই বিষয়টি সামনে আসে৷ তবে সেই সময় অস্ত্রোপচারের প্রয়োজনীয়তা অনুভব করেননি চিকিৎসকরা। বুধবার রাতে ফের হাসপাতালে ভর্তি হন কামারহাটির বিধায়ক। সেদিন তিনি বলেন, ‘‘বেশ কিছুদিন ধরেই সমস্যাটা রয়েছে৷ আমি চেপে রেখেছিলাম। কিন্তু সমস্যাটা বেড়ে গিয়েছে। তাই নিজেই ভর্তি হতে এলাম। কথা বললে কাকের মত শব্দ বার হচ্ছে।” অবশেষে অস্ত্রোপচার করে তাঁকে সুস্থ করেন চিকিৎসকরা৷