ইয়ে হাত মুঝে দে দে ঠাকুর! ফিল্মি ঢঙে বিরোধীদের হুঁশিয়ারি মদনের

ইয়ে হাত মুঝে দে দে ঠাকুর! ফিল্মি ঢঙে বিরোধীদের হুঁশিয়ারি মদনের

কলকাতা: জল্পনা উদ্দীপক মন্তব্য করে তিনি রাজ্য রাজনীতিতে উত্তেজনা সৃষ্টি করতে পারেন যখন-তখন। তিনি তৃণমূলের ‘এভারগ্রিন’ নেতা তথা বিধায়ক মদন মিত্র। আসন্ন পঞ্চায়েত ভোটের আগে ইতিমধ্যেই বাংলার বিভিন্ন জায়গা থেকে হিংসার ঘটনার কথা সামনে এসেছে বা আসছেও। সব জায়গাতেই মূলত অভিযুক্ত হয়েছে তৃণমূল কংগ্রেস। এই অবস্থায় দাঁড়িয়ে বিরোধীদের আরও কড়া হুঁশিয়ারি দিয়ে দিলেন মদন মিত্র। একেবারে ফিল্মি কায়দায় বিজেপি, সিপিএম এবং কংগ্রেসকে নিশানা করলেন তিনি। 

কলকাতা হাইকোর্ট ইতিমধ্যেই পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে। সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশন। তবে ধারনা, আখেরে কোনও লাভ করতে পারবে না তারা। কেন্দ্রীয় বাহিনী দিয়েই ভোট হবে যেমনটা বিরোধী পক্ষ চেয়েছিল। এই প্রেক্ষিতে এবার জনপ্রিয় সিনেমা ‘শোলে’-র সংলাপ ব্যবহার করে বিরোধীদের নিশানা করলেন কামারহাটির বিধায়ক। মদনের বক্তব্য, ব্যালট বক্সে বিজেপি, সিপিএম, কংগ্রেসের কেউ হাত দিলে সেটা বাক্সেই থেকে যাবে। বাইরে যতই কেন্দ্রীয় বাহিনী থাকুক না কেন। একটাই স্লোগান চলবে, ‘ইয়ে হাত মুঝে দে দে ঠাকুর’।