কলকাতা: যে কোনও দলের কর্মীদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের খবর আসে। এই বিষয়টি স্বাভাবিক হয়েই দাঁড়িয়েছে। কিন্তু তা বলে রাজ্যের শাসক দলের দুই নেতার মধ্যে প্রকাশ্যে বিবাদ? এমনও ঘটনার সাক্ষী থাকল বাংলা। বঙ্গের দুই নেতা মন্ত্রী ফিরহাদ হাকিম এবং বিধায়ক মদন মিত্রের মধ্যে কটাক্ষের বন্যা। একে অপরকে কার্যত ছাগল বলে দিলেন তাঁরা। কিন্তু ঠিক কীসের জন্য এমন ঘটনা ঘটল?
আরও পড়ুন- ঐন্দ্রিলার পায়ে প্রণাম, চুম্বন এঁকে চোখের জলে শেষ বিদায় সব্যসাচীর
সম্প্রতি মহিলা তৃণমূল পরিচালিত একটি সভায় অংশ নিয়ে বিধায়ক মদন মিত্র অস্ত্র প্রশিক্ষণ নিয়ে মন্তব্য করে বিজেপিকে একহাত নিয়েছিলেন। তাঁর বক্তব্য ছিল, বিজেপি কর্মীদের ঘরে ঘরে অস্ত্র পৌঁছে দিচ্ছে। অস্ত্র কোথায় পৌঁছচ্ছে জানতে পারলে ভালই হবে। তাদের কর্মীরা গিয়ে ওগুলো নিয়ে নেবে। তাদের কাছে ভাল প্রশিক্ষক রয়েছে। এখন মদনের এই মন্তব্যের কার্যত চটেছেন ফিরহাদ। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ”পাগলে কী না বলে, ছাগলে কী না খায়। অভিষেক আমার পার্টির জেনারেল সেক্রেটারি। ও যেটা বলছে সেটা আমাদের পার্টির বক্তব্য। আমরা চাই একশো শতাংশ শান্তিপূর্ণ ভোট হওয়ার। ফুচকি ফুচকি কথা বলে দিয়ে প্রেস অ্যাট্রাকশন নয়।”
ফিরহাদ আরও কটাক্ষের সুরে বলেন, ”মদন মিত্র বলছেন ট্রেনিং দেবেন, মদন মিত্র কে? ট্রেনিং দেওয়ার ক্ষমতা তাঁর নেই, তিনি পঞ্চায়েত এলাকায় থাকেন না, তিনি রাজ্যের মন্ত্রিসভার নন। অভিষেক আমাদের দলের জেনারেল সেক্রেটারি। সে যেটা বলছে সেটাই ফাইনাল।” এদিকে ফিরহাদের কথার জবাব দিয়ে মদন নিজেও সংবাদমাধ্যমে বলেছেন, ”আরে আমায় ছাগল বললে ও-ও তো ছাগল। আমি আর ও ভাই। তাহলে আমি পাগল, আমি ছাগল হলে ও ছাগল না?”