দক্ষিণেশ্বর মন্দিরে মাথা ঠুকে ভাগ্যপরীক্ষায় মদন

দক্ষিণেশ্বর মন্দিরে মাথা ঠুকে ভাগ্যপরীক্ষায় মদন

 

বারাকপুর: আজ ভাগ্যপরীক্ষা৷ সাতসকালে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিলেন কামারহাটি কেন্দ্রের তৃণমূল প্রার্থী মদন মিত্র৷ নির্দিষ্ট বুথে ভোট দিয়ে নিজে বেরলেন বুথ পরিদর্শনে৷

পুজো দেওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মদন মিত্র জানান, এবার তিনি ঘরের মাঠে খেলছেন৷ ফলে, চেনা মাঠে জয় তাঁর নিশ্চিত৷ যদিও এর আগে দুটি নির্বাচনে হেরেছিলেন মদন মিত্র৷ তৃণমূল প্রার্থীর দাবি, সেটা এখন অতীত৷ মদন মিত্র বলেন, হাতে ঠাকুরের কাপড় বাঁধলে মনে জোড় পাই৷ আজ বলে নয়, বছরের ৩৬৫ দিনই পরি৷ আর কপালে বজরংবলীর টিপ৷

অন্যদিকে, পানিহাটির ৫০, ৫১, ৫২ নম্বর বুথে সকাল থেকেই ভোটারদের লম্বা লাইন৷ আসছে বিক্ষিপ্ত ঘটনা৷ কামারহাটি এবং রাজারহাট-নিউটাউন কেন্দ্রে ভোট শুরুর আগেই বিপত্তি। বেশ কয়েকটি ইভিএম খারাপ। পানিহাটির ১১২ নং বুথে উত্তেজনা। বুথের ভিতর থেকে বিজেপি পোলিং এজেন্টকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 − two =