বারাকপুর: আজ ভাগ্যপরীক্ষা৷ সাতসকালে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিলেন কামারহাটি কেন্দ্রের তৃণমূল প্রার্থী মদন মিত্র৷ নির্দিষ্ট বুথে ভোট দিয়ে নিজে বেরলেন বুথ পরিদর্শনে৷
পুজো দেওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মদন মিত্র জানান, এবার তিনি ঘরের মাঠে খেলছেন৷ ফলে, চেনা মাঠে জয় তাঁর নিশ্চিত৷ যদিও এর আগে দুটি নির্বাচনে হেরেছিলেন মদন মিত্র৷ তৃণমূল প্রার্থীর দাবি, সেটা এখন অতীত৷ মদন মিত্র বলেন, হাতে ঠাকুরের কাপড় বাঁধলে মনে জোড় পাই৷ আজ বলে নয়, বছরের ৩৬৫ দিনই পরি৷ আর কপালে বজরংবলীর টিপ৷
অন্যদিকে, পানিহাটির ৫০, ৫১, ৫২ নম্বর বুথে সকাল থেকেই ভোটারদের লম্বা লাইন৷ আসছে বিক্ষিপ্ত ঘটনা৷ কামারহাটি এবং রাজারহাট-নিউটাউন কেন্দ্রে ভোট শুরুর আগেই বিপত্তি। বেশ কয়েকটি ইভিএম খারাপ। পানিহাটির ১১২ নং বুথে উত্তেজনা। বুথের ভিতর থেকে বিজেপি পোলিং এজেন্টকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে।