এবার নোবেলজয়ীর দেখানো পথে বাংলায় হবে উন্নয়ন? নবান্নে রুদ্ধদ্বার বৈঠক

এবার নোবেলজয়ীর দেখানো পথে বাংলায় হবে উন্নয়ন? নবান্নে রুদ্ধদ্বার বৈঠক

 

কলকাতা: নোবেল জয়ের পর এই প্রথম নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়৷ রাজ্য সরকারের সঙ্গে যৌথ ভাবে কাজ করারও ইচ্ছাপ্রকাশ করেন  নোবেলজয়ী অর্থনীতিবিদ৷

আজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে নোবেলজয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে ডি’লিট সম্মান দেওয়া হয়৷ ওই অনুষ্ঠান শেষে নবান্নে যান অভিজিৎ৷ নবান্নের মূল গেটে  নোবেলজয়ী অর্থনীতিবিদ ও তাঁর মাকে স্বাগত জানান আলাপন বন্দ্যোপাধ্যায়৷ নবান্নে মুখ্যমন্ত্রীর ১৪ তলার ঘরে বেশ কিছুক্ষণ কথা বলেন অভিজিৎ-মমতা৷ বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কাজ করার কথাও জানান নোবেলজয়ী৷ 

বলেন, “আমি আজ এখানে এসেছিলাম জানতে ও শুনতে৷ এখানে কোনও অকর্ষণীয় প্রকল্প আছে কি না তা জানব৷ সেই প্রকল্পগুলি নিয়ে পড়াশোনা করতে হবে৷’’ এরপর রাজ্যের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করে অভিজিৎবাবু বলেন, ‘‘সুযোগ পেলে অবশ্যই কাজ করব৷ অনেক সুযোগ আছে৷ রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে কাজের সুযোগ রয়েছে৷ রাজ্যের সঙ্গে কাজের সুযোগ আছে বললেও মত প্রকাশ করলেও নাগরিক আইন নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি নোবেলজয়ী৷ 

এর আগেও প্রশান্ত কিশোরের হাতে দল ও রাজ্য সরকারের উন্নয়ন কৌশলের দায়িত্ব তুলে দেওয়ার আগে নবান্নে একই ভাবে বৈঠক করেন মুখ্যমন্ত্রী৷ দীর্ঘ ওই বৈঠকের পর প্রশান্তের হাতে গুরুদায়িত্ব তুলে দেন মমতা৷ ২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে নোবেলজয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বলে দেওয়া উন্নয়ন কৌশল নিয়ে বাজিমাত করতে পারবেন মমতা? মুখ্যমন্ত্রীর নয়া কৌশলের দিকে তাকিয়ে রাজ্যের পর্যবেক্ষক মহলের একাংশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − eight =