কলকাতা: বুধবার সব জল্পনা নিরসন করে তৃণমূল কংগ্রেস যোগ দিলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো৷ সুব্রত মুখোপাধ্যায় ও সৌগত রায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন তিনি৷ তবে এর আগে নবান্নে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক সারেন ফেলেইরো৷ আর তৃণমূল কংগ্রেসের যোগ দিয়েই তিনি আক্রমণ করেন বিজেপিকে এবং বলেন, তাদের হারাতেই তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। প্রসঙ্গত আজ, তাঁর সঙ্গে আরও কয়েক জন গোয়ার কংগ্রেস নেতা ঘাসফুল শিবিরে যোগ দেন।
আরও পড়ুন- বাড়িওয়ালা-ভাড়াটের সংঘাতেই বিপর্যয়, শোনা হয়নি পুরসভার কথা, আহিরীটোলা নিয়ে ফিরহাদ
এদিন সাংবাদিক বৈঠকে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো প্রথমেই মহাত্মা গান্ধীর কথা বলেন। তারপর তিনি জানান যে, তাঁর ছোট্ট গোয়া তো বটেই, গোটা দেশ এখন অর্থনৈতিক সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে। কমপক্ষে ৬৫ শতাংশ মানুষ দারিদ্র সীমার নিচে রয়েছেন এখন। অনেক সমস্যা রয়েছে আরও, কিন্তু সবথেকে বড় সমস্যা বেকারত্বের, এমনটাই মনে করেন তিনি। তাঁর দাবি, বিজেপি দেশের ক্ষমতায় আসার পর নোটবন্দির সিদ্ধান্ত নিয়ে হোক, কিংবা অর্থনৈতিক নীতি, দেশকে তারা ৪৫ বছর পিছনে নিয়ে চলে গিয়েছে। এমনকি গোয়ার অবস্থাও খুব খারাপ হয়ে গেছে রাজনৈতিকভাবে হোক বা পরিবেশগতভাবে, জানান তিনি। পাশাপাশি তৃণমূলে যোগদান প্রসঙ্গে তিনি জানিয়েছেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করে তিনি ভীষণ খুশি এবং তাঁর দলে যোগ দিতে পেরেও।
আরও পড়ুন: অপেক্ষার অবসান, তৃণমূলে যোগ দিলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো
উল্লেখ্য, জাতীয় কংগ্রেসের সঙ্গে চার দশকের সম্পর্ক ছিন্ন করে তৃণমূলে যোগদান করলেন গোয়ার দু’বারের মুখ্যমন্ত্রী ও ৭ বারের বিধায়ক লুইজিনহো ফেলেইরো৷ অসম, ত্রিপুরা সহ উত্তরপূর্বের সাত রাজ্যের পর্যবেক্ষকের দায়িত্বও সামলেছেন তিনি৷ এদিন লুইজিনহো ফেলেইরোর পাশাপাশি তৃণমূল কংগ্রেসে যোগ দেন কংগ্রেসের আরও ১০ কংগ্রেস নেতা৷ আগামীকাল কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেবেন আরও কয়েকজন নেতা৷ ইতিমধ্যেই গোয়ায় পৌঁছে গিয়েছেন তৃণমূল কংগ্রেসের চার নেতা৷ সুখেন্দুশখর রায়, ডেরেক ও’ব্রায়েন, মনো তিওয়ারি এবং প্রসূন বন্দ্যোপাধ্যায়৷ সেখান তাঁরা জানিয়েছেন, আগামীকাল আরও কিছু নেতা তৃণমূলে যোগ দেবেন৷