সৌভাগ্যবশত বেঁচে গেছি, কেউ কেউ ভেবেছিলেন বেরতেই পারব না: মমতা

সৌভাগ্যবশত বেঁচে গেছি, কেউ কেউ ভেবেছিলেন বেরতেই পারব না: মমতা

ঝালদা: নন্দীগ্রামের ঘটনার পর এই প্রথম জনসভায় বক্তব্য রাখতে দেখা গেল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। হুইলচেয়ারে বসেই মঞ্চে বক্তব্য রাখেন তিনি। সেদিনের ঘটনা প্রসঙ্গে কথা বলতে গিয়ে মমতা জানান, কেউ কেউ হয়তো ভেবেছিলেন তিনি বের হতে পারবেন না আর। সৌভাগ্যবশত বেঁচে গেছেন বলে মন্তব্য করেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো।

মমতার কথায়, ১০ তারিখের ঘটনায় সারা শরীরে চোট লেগেছে তাঁর। পায়ে প্লাস্টার হওয়ার জন্য তিনি ঠিকভাবে হাঁটাচলা করতে পারছেন না। এই প্রসঙ্গে তাঁর বক্তব্য, সৌভাগ্যবশত বেঁচে গিয়েছেন তিনি। কেউ কেউ হয়তো ভেবেছিলেন তিনি বেরতেই পারবেন না আর। তবে আজ জনসভায় বক্তব্য রেখে তিনি তৃণমূল কংগ্রেস কর্মীদের বার্তা দিয়ে বলেন, তিনি যদি ভাঙ্গা পা নিয়ে লড়াই করতে পারেন তাহলে তারা কেন পারবেন না। একই সঙ্গে তাঁর কথা, তাঁর যন্ত্রণার থেকে মানুষের যন্ত্রণা অনেক বেশি। উল্লেখ্য, গতকাল পথসভায় বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিলেন, নিহত বাঘের চেয়ে আহত বাঘ বেশি ভয়ঙ্কর! এদিন তিনি আরও বলেন, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় খাকবে এবং সকলে বিনা পয়সায় রেশন পাবেন৷ শুধু তাই নয়, আপনার বাড়ির দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে রেশন৷ স্বাস্থ্যসাথীর মধ্যে দিয়ে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার খরচ পাবেন৷ খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা, সবটাই বিনা পয়সায় দেবে৷ বিনা পয়সায় সাইকেল দেওয়া হয়েছে, ট্যাব দেওয়া হচ্ছে৷

আরও পড়ুন- মমতার উপর কোনও হামলা হয়নি, সবটাই দুর্ঘটনা, কিসান রেড্ডির মন্তব্যে শোরগোল

তিনি বলেন, তৃণমূল সরকার একদিকে যখন উন্নয়ন করছে, অন্যদিকে, ডিজেল-পেট্রোলের দাম বাড়িয়ে যাচ্ছে বিজেপি সরকার৷ কেরোসিন বন্ধ করে দিয়েছে৷ চাল-গম-আটা নেই৷ বিনা পয়সায় চাল দিচ্ছে রাজ্য৷ কিন্তু সেটা ফোটানোর জন্য কেরোসিন পাচ্ছেন না৷ গ্যাসের জন্য দিতে হচ্ছে ৮০০ টাকা৷ উজালার নামে এমন কেলেঙ্কারি হয়েছে যে তা অন্ধেরা হয়ে গিয়েছে৷ লোকসভা ভোটে পুরুলিয়া থেকে বিজেপি জিতেছিল৷ বলেছিল সকলকে ১৫ লক্ষ টাকা দেওয়া হবে৷ সেই টাকা কেউ পায়নি৷ অথচ ভোটের আগে ব্যাঙ্কে টাকা পাঠাচ্ছে৷ কাউকে ৫০০ তো কাউকে ৫০০০৷ কিন্তু টাকা দিয়ে মনুষ্যত্ব বিক্রি করা যায় না৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *