বঙ্গোপসাগরে নিম্নচাপের জের, সকাল থেকে বৃষ্টি শুরু জেলায় জেলায়

কলকাতা: সকাল থেকেই আকাশ ঢাকা কালো মেঘে৷ বৃহস্পতিবার ভোররাত থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হয়েছে বৃষ্টি৷ নিম্নচাপের প্রভাবেই এই বৃষ্টি বলে জানিয়েছে হাওয়া অফিস। বঙ্গোপসাগরের উপর যে নিম্নচাপটি অবস্থান করেছে, সেটি ক্রমশ নিজের শক্তি বাড়াচ্ছে বলেও জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷ নিম্নচাপের অভিমুখ রয়েছে ওড়িশা উপকূল থেকে ছত্তীসগড়ের দিকে। এই দুই রাজ্যে মুষলধারে বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সেই নিম্নচাপেরই পরোক্ষ প্রভাব পড়ছে বাংলায়।
আজ সকাল থেকেই কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং দুই ২৪ পরগনায় বৃষ্টি শুরু হয়েছে৷ উপকুল লাগোয়া দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের মতো জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। আজ এবং আগামীকাল টানা বৃষ্টি হবে বলেই জানিয়েছেন হাওয়া অফিস৷ শনিবার থেকে বৃষ্টি কমবে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে গরম। আর্দ্রতাজনিত অস্বস্তিতে ভুগবে মানুষ৷
এদিকে, নিম্নচাপের জেরে এই দু’দিন বেশ উত্তাল থাকবে সমুদ্রও৷ মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। দিঘা, মন্দারমণি, বকখালি, মৌসুনি আইল্যান্ডের মতো সমুদ্র উপকূলেও সতর্কতা জারি করা হয়েছে।
আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হলেও, উত্তরবঙ্গে খুব একটা বৃষ্টি হবে না। উত্তরের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে দু-এক পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ আরও কমবে৷ বাড়বে গরম৷