Aajbikel

বঙ্গোপসাগরে নিম্নচাপ! ভাইফোঁটা থেকেই শুরু বিক্ষিপ্ত বৃষ্টি, ভিজবে ৯ জেলা

 | 
বৃষ্টি নিম্নচাপ

কলকাতা: উৎসবের মরশুমে মিলল বৃষ্টির পূর্বাভাস৷ আজ কালীপুজোর বিসর্জন৷  এখনও বাকি ভাইফোঁটা, কার্তিকপুজো, জগদ্ধাত্রীপুজো৷ নভেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত শুধুই উৎসবের আমেজ। এর মধ্যেই আলিপুর আবহাওয়া দফতর জানাল, বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপের পরিস্থিতি৷ যার প্রভাবে ভাইফোঁটার দিন থেকেই বৃষ্টি নামতে চলেছে দক্ষিণবঙ্গে৷ 

বুধবার ভ্রাতৃদ্বিতীয়া। জগদ্ধাত্রী পুজোর পঞ্চমী শনিবার। হাওয়া অফিসের পূর্বাভাস, বুধবার থেকে শুরু হয়ে শুক্রবার পর্যন্ত দুর্যোগ চলবে দক্ষিণবঙ্গে৷ ন’টি জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েক দিনে বঙ্গোপসাগরে নিম্নচাপের পরিস্থিতি তৈরি হতে পারে বলে পূর্বাভাস। সেই নিম্নচাপের জেরেই বুধবার থেকে তিন দিন রাজ্যের দক্ষিণে হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে৷ 

বুধবার দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বৃহস্পতি এবং শুক্রবার দক্ষিণবঙ্গের মোট নয় জেলায় বৃষ্টির হতে পারে বলে হাওয়া অফিসের পূর্বাভাস৷ কলকাতা ছাড়াও বৃষ্টি হবে হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং নদিয়ায়।

Around The Web

Trending News

You May like