কলকাতা: উত্তুরে হাওয়া সক্রিয় থাকায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপমাত্রার নিম্নগামী হওয়া অব্যাহত আছে। প্রতিদিনই মরশুমের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড ভাঙছে। রবিবার ছিল কলকাতার এই মরশুমের শীতলতম দিন। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। তবে শীতের পথে ‘কাঁটা’ হতে পারে একটি নিম্নচাপ। সোমবারের মধ্যে ভারত মহাসাগরের সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরের উপর এই নিম্নচাপটি তৈরি হবে বলে আবহাওয়া দপ্তর আশা করছে। এটির আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা আছে। আবহাওয়াবিদরা বলেন, নিম্নচাপটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে অনেক দূরে হবে। তবে এটি কোন দিকে অগ্রসর হয়, তার উপর প্রভাব নির্ভর করছে। নিম্নচাপ তৈরি হলে বায়ুমণ্ডলে জলীয় বাষ্প ঢোকার পরিমাণ বেড়ে গেলে তা তাপমাত্রা বৃদ্ধি করবে। তবে আপাতত যা পরিস্থিতি, তাতে নিম্নচাপের প্রভাবে এখানে অল্প তাপমাত্রা বৃদ্ধি হবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। সেটা হলে শীতের তীব্রতা এখনকার থেকে কমলেও আমেজ থেকে যাবে।
শীতের পথ আটকে হাজির নিম্নচাপ
কলকাতা: উত্তুরে হাওয়া সক্রিয় থাকায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপমাত্রার নিম্নগামী হওয়া অব্যাহত আছে। প্রতিদিনই মরশুমের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড ভাঙছে। রবিবার ছিল কলকাতার এই মরশুমের শীতলতম দিন। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। তবে শীতের পথে ‘কাঁটা’ হতে পারে একটি নিম্নচাপ। সোমবারের মধ্যে ভারত মহাসাগরের সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরের উপর এই নিম্নচাপটি