কলকাতা: ঘূর্ণিঝড় যশের দাপটে ক্ষতির মুখে পড়তে হয়েছে বাংলার উপকূলীয় এলাকার বাসিন্দাদের৷ প্রবল ঝড়ের তাণ্ডবে নষ্ট হয়ে গিয়েছে একাধিক বাড়ি, জল ঢুকে প্লাবিত বিঘের পর বিঘা জমি। নোনা জলের বিষে মরে ভেসে উঠেছে লক্ষ লক্ষ টাকার মাছ। বড়সড় ক্ষতির সম্মুখীন হয়েছেন ফুল ব্যবসায়ীরাও। লাগাতার জমে থাকা বৃষ্টির জলে নরম হয়ে গিয়েছে একাধিক ফুল গাছ, নরম হয়ে গিয়েছে মাটি৷ বেশ কিছু ফুলের বাগানও জলের জন্য সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে৷ এমনকি অন্য ফুলের ক্ষেত্রে বেশির ভাগ কুঁড়িই ঝরে গিয়েছে৷
হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা-সহ বেশ কয়েকটি জেলায় সবথেকে বেশি ফুলের চাষ হয়ে থাকে, সেখানে যশের প্রভাবে টানা বৃষ্টিতে ভীষণ ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ফুল চাষ। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশাপাশি রাজ্য সরকারের কাছে ‘দুয়ারে ত্রাণে’র মাধ্যমে সাহায্য পাওয়ার দাবি জানাচ্ছেন ফুলচাষিরাও। ফুলচাষি ও ফুল ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি চিঠিও দেওয়া হয়েছে। এই চিঠির মাধ্যমে ফুল চাষিরা রাজ্য সরকারের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছে। প্রকৃতপক্ষে রাজ্যে বেশ কিছু দিন ধরেই চলছে টানা লকডাউন তার ফলেই ফুল ব্যবসায়ীদের একটু মন্দা চলছে। আর এই মন্দার বাজারে আবার যশের প্রভাব এখন নতুন করে চিন্তা বাড়িয়েছে রাজ্যের ফুল ব্যবসায়ীদের। কিন্তু সরকার তরফে সেই সাহায্য না পেলে পরবর্তীকালে ফুল চাষের ক্ষেত্রে যে বড় হয়ে যাবে ক্ষতি সে কথা নিশ্চিত।