দিনহাটা: দিনহাটায় বুথ লুঠ৷ বড়ভিটায় বুথে হামলা৷ ভাঙচুর৷ তছনছ ভোটকেন্দ্র৷ সকাল থেকে বড়ভিটার দুটি বুথের একটিতেও ভোট গ্রহণ শুরু হয়নি৷ ব্যালট বক্স ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে৷ ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে ব্যালট বক্স৷ পুড়িয়ে দেওয়া হয়েছে ব্যালট পেপার৷ শুধু তাই নয় ভোট কেন্দ্রের পাশে পুকুরে ভাসতে দেখা যায় ব্যালট৷ সেখানে দেখা যায় তৃণমূলের প্রার্থী ভোট পেয়েছেন৷ আবার মাঠে ছড়িয়ে থাকা ব্যালটে দেখা যাচ্ছে বিজেপি এবং নির্দল প্রার্থীরাও ভোট পেয়েছেন৷ অথচ আজ সকালে কিন্তু ভোট শুরুই হয়নি৷ ছাপ্পা হয়েছে গতকাল রাতেই৷
প্রিসাইডিং অফিসার বলেন, ‘‘রাতে বুথে ঢুকে ব্যালট লুঠ করে ছাপ্পা দেওয়া হয়৷ কিন্তু কে বা কারা এই কাজ করেছে আমরা বলতে পারব না৷ রাত ২টো নাগাদ ঘটনাটি ঘটে৷’’ তিনি আরও জানান, প্রায় ৫০-৬০ জন বুথে ঢুকে তাঁদের শাঁসিয়ে ব্যালট কেড়ে নেয়৷ পিস্তলও দেখানো হয় ভোটকর্মীদের৷ এদিন সকালে এসে বুথে ভাঙচুর চালায় আরও ভোটাররা৷ গোটা ঘটনায় ভয়ে কাঁটা ভোটকর্মীরা৷ অভিযোগ, আজ সকালে ভোটাররা এসে ব্যালট বক্সে আগুন ধরায়৷ গ্রামবাসীরা বলছেন, তাঁরা ভোট দিতে এসে দেখেন ছাপ্পা হয়ে গিয়েছে৷ এর পরেই ভাঙচুর চালানো হয়৷ ছাপ্পার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে৷