কলকাতা: মেট্রোর এসপ্ল্যানেড স্টেশনের নিচে একের পর এক ‘গুপ্তধন’-এর খোঁজ মেলাতেই এখানে ইস্ট-ওয়েস্ট মেট্রোর টানেল কাটার কাজ এখনও শুরুই করা যায়নি। এই স্টেশনটি তৈরির সময় মাটির নীচে ইস্পাতের বিম পোঁতা হয়েছিল। সেখানে ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ শুরুর আগে সমীক্ষাও করানো হয়েছিল।
তাতে মোট ন’টি বিম থাকার ইঙ্গিত পেয়েছিলেন ইস্ট-ওয়েস্ট মেট্রোর ইঞ্জিনিয়াররা। কিন্তু, সেই বিম কেটে সরানোর কাজ শুরু করতেই চক্ষু চড়কগাছ ইঞ্জিনিয়ারদের। ন’টির জায়গায় ইতিমধ্যেই ২১টি বিমের খোঁজ পাওয়া গিয়েছে। সেগুলি কাটার কাজ করা হয়েছে। এই বিমগুলিকেই কর্মীদের অনেকেই হালকা ছলে ‘গুপ্তধন’ বলেই সম্বোধন করছেন। একের পর এক ‘গুপ্তধন’-এর হদিশ মেলায় কিছুটা পিছচ্ছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর এসপ্ল্যানেড থেকে শিয়ালদহমুখী টানেল কাটার কাজ।