কলকাতা পুলিশকে প্রশংসা লন্ডনের প্রথম মহিলা পুলিশ কমিশনারের

কলকাতা: কলকাতায় বসে লন্ডনে প্রতারণা৷ প্রায় ১ হাজার ৪৫ কোটি টাকা প্রতারণা মামলার পর্দা ফাঁস হতেই এবার বিদেশ থেকে অভিনন্দন এল কলকাতা পুলিশের দপ্তরে৷ সুদূর লন্ডন পুলিশের সাইবার ক্রাইম ডিরেক্টর সিপি ফোন করে কলকাতা পুলিশকে অভিনন্দন জানিয়েছেন৷ কলকাতা পুলিশের পুলিশ কমিশনার অর্জুন শর্মাকে ফোন করে অভিবাদন জানানো হয়েছে বলে খবর৷ একইসঙ্গে কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান

কলকাতা পুলিশকে প্রশংসা লন্ডনের প্রথম মহিলা পুলিশ কমিশনারের

কলকাতা: কলকাতায় বসে লন্ডনে প্রতারণা৷ প্রায় ১ হাজার ৪৫ কোটি টাকা প্রতারণা মামলার পর্দা ফাঁস হতেই এবার বিদেশ থেকে অভিনন্দন এল কলকাতা পুলিশের দপ্তরে৷

সুদূর লন্ডন পুলিশের সাইবার ক্রাইম ডিরেক্টর সিপি ফোন করে কলকাতা পুলিশকে অভিনন্দন জানিয়েছেন৷ কলকাতা পুলিশের পুলিশ কমিশনার অর্জুন শর্মাকে ফোন করে অভিবাদন জানানো হয়েছে বলে খবর৷ একইসঙ্গে কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মাকেও ধন্যবাদ জানিয়েছেন লন্ডনের প্রথম মহিলা পুলিশ কমিশনারের ডেপুটি৷ কিন্তু লন্ডন থেকে কেন কলকাতা পুলিশ কে ধন্যবাদ জানানো হল?

সম্প্রতি তৃতীয় তপসিল থানা এলাকা থেকে দু’টি অবৈধ কল সেন্টারে হানা দেয় পুলিশ৷ সেখান থেকে সাতজনকে গ্রেপ্তার করে সাইবার ক্রাইম শাখা৷ তদন্তে নেমে পুলিশ জানতে পারে, বিভিন্ন বেসরকারি সংস্থার নাম করে লন্ডনের বাসিন্দাদের প্রযুক্তিগত সহযোগিতা নামে কয়েক কোটি টাকা প্রতারণা করা হচ্ছিল ওই কল সেন্টার থেকে৷

ইতিমধ্যেই লন্ডন পুলিশে এই সংক্রান্ত প্রায় ২৩ হাজার অভিযোগ জমা পড়ে৷ গোয়েন্দা প্রধান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মূলত এই চক্রটি লন্ডনের বাসিন্দাদের ফোন করে প্রযুক্তিগত সহায়তা দেওয়ার নামে প্রায় পাঁচ হাজার পাউন্ড আত্মসাত করেছে৷ ভারতীয় অর্থমূল্যে যার পরিমাণ প্রায় ১ হাজার ৪৫ কোটি টাকার কাছাকাছি৷ বড়সড় এই প্রতারণা চক্রের পর্দাফাঁস করার পর কলকাতা পুলিশের তরফে লন্ডন পুলিশকে সেই বিষয়ে তথ্য জানানো হয়৷ বড়সড় আন্তর্জাতিক প্রতারণা চক্রের পর্দাফাস ফাঁসের খবর পেয়ে অভিভূত লন্ডন পুলিশ৷

কলকাতা পুলিশের অভূতপূর্ব এই সাফল্যের পরিপ্রেক্ষিতে লন্ডন পুলিশের তরফে উচ্ছ্বসিত প্রশংসা জানানো হয়েছে৷ কলকাতা পুলিশের তদন্তকারী দলকেও জানানো হয়েছে অভিনন্দন৷ লন্ডন থেকে কলকাতা পুলিশের প্রসঙ্গে ভূয়শী প্রশংসা আশায় উচ্চসিত নিচুতলার কর্মী থেকে শুরু করে শীর্ষ পুলিশকর্তারাও৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 4 =