লোকসভা ভোটের ফল! মঙ্গলে কত রাউন্ডের পর জানা যাবে রেজাল্ট?

কলকাতা: মঙ্গলবার ৭ দফা পরীক্ষার রেজাল্ট পাবেন ভোট প্রার্থীরা। ১৪৪ ধারা: রাজ্যের ৪২টি লোকসভা আসনে ভোট-গণনার জন্য মোট ৫৫টি গণনা কেন্দ্র অলরেডি তৈরি করা হয়েছে।…

কলকাতা: মঙ্গলবার ৭ দফা পরীক্ষার রেজাল্ট পাবেন ভোট প্রার্থীরা।

১৪৪ ধারা: রাজ্যের ৪২টি লোকসভা আসনে ভোট-গণনার জন্য মোট ৫৫টি গণনা কেন্দ্র অলরেডি তৈরি করা হয়েছে। কাউন্টিং হলের সংখ্যা ৪১৮। গণনা কেন্দ্রের বাইরে ২০০ মিটার পর্যন্ত জারি ১৪৪ ধারা। রাজ্যের ৫৫ টি গণনা কেন্দ্রে নিরাপত্তায় মোতায়েন কেন্দ্রীয় বাহিনী সহ রাজ্য পুলিশ কর্মী।

গণনা কেন্দ্র: কমিশন সূত্রে খবর, প্রথমে পোস্টাল ব্যালট গণনা হবে। ৩ লক্ষেরও বেশি পোস্টাল ব্যালট জমা পড়েছে। পোস্টাল ব্যালট গণনার ক্ষেত্রে শুধুমাত্র একবারই ওটিপি দেখার জন্য মোবাইল ব্যবহার করবেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার বা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার। এছাড়া গণনা কেন্দ্রের মধ্যে আর কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না।

ভোট গুণবেন: গণনা কেন্দ্রে প্রতি বিধানসভা পিছু একজন করে পর্যবেক্ষক থাকবেন অর্থাৎ ২৯৪ টি বিধানসভা কেন্দ্রের জন্য ২৯৪ জন পর্যবেক্ষক। ইভিএম গণনার জন্য ৪১৮ জন অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার এআরও থাকছেন। গণনা কেন্দ্রে থাকছেন মাইক্রো অবজার্ভার সহ ২৫ হাজার গণনা কর্মী।

মঙ্গলবার লোকসভা ভোটের ফল ঘোষণায় কার কতটা মঙ্গল হয়? কে যাবে দিল্লি? মসনদ হবে কার? এখন সেটাই দেখার অপেক্ষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *