Loksabha Election 2024: ফের রাজ্যে মোদী! কিন্তু কেন?

কলকাতা: সপ্তম দফা ভোটের আগে দু’দফায় রাজ্যে প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তর কলকাতায় তাপস রায়ের সমর্থনে রোড শো করতে পারেন তিনি। এই রোড শো…

কলকাতা: সপ্তম দফা ভোটের আগে দু’দফায় রাজ্যে প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

উত্তর কলকাতায় তাপস রায়ের সমর্থনে রোড শো করতে পারেন তিনি। এই রোড শো হওয়ার কথা আগামী ২৯ মে। আগামী ২৮ ও ২৯ মে, এই দু’দিন রাজ্যে প্রচার করবেন প্রধানমন্ত্রী। জনসভা করার কথা রয়েছে। দলীয় সূত্রে খবর, ২৯ তারিখ রোড শো হতে পারে, উত্তর কলকাতাকে কেন্দ্র করে।

উল্লেখ্য, এর আগেও উত্তর কলকাতায় রোড শো করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্। সেই সময় রোড শোকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছিল। এরপর দীর্ঘদিন বিজেপি উত্তর কলকাতায় কোনও রোড শোয়ের আয়োজন করেনি। এবারই সম্ভবত সপ্তম দফা নির্বাচনের আগে উত্তর কলকাতায় রোড শো করতে পারেন প্রধানমন্ত্রী। এমনই সম্ভাবনার কথা জানা যাচ্ছে বিজেপি সূত্রে।

লোকসভা ভোটের সব খবর জানতে এখানে ক্লিক করুন… 📰

Loksabha Election 2024: Narendra Modi to come to West Bengal for vote campaign before seventh phase. Before the seventh phase of voting, Prime Minister Narendra Modi will campaign in the state in two phases.  He may hold a roadshow in support of Tapas Roy in North Kolkata on May 29. On May 28 and 29, the Prime Minister will campaign in the state. He is also scheduled to hold public meetings. According to party sources, a roadshow in North Kolkata is planned for May 29.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *