মালদহ: লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় ২৩ এপ্রিল ভোটদান পর্ব শেষ হওয়ার পরে মালদহের দুটি লোকসভা কেন্দ্রের প্রার্থীদের ভাগ্য বন্দি রয়েছে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। ২৩ মে ফল প্রকাশের পরেই জানা যাবে শেষ হাসি কে হাসলেন। কিন্তু আরও প্রায় তিন সপ্তাহের বেশি সময়ের এই দীর্ঘ প্রতীক্ষা সম্ভবত অসহ্য ঠেকছে প্রধান রাজনৈতিক দলগুলির কর্মী সমর্থকদের কাছে।
সম্পূর্ণ নিজস্ব কায়দায় তাঁরা ফল প্রকাশ করে দিচ্ছেন সদ্য সমাপ্ত নির্বাচনের। কারও হাতে লেখা, কারও টাইপ করা এই ফলগুলিই এখন ঘুরে বেড়াচ্ছে মালদহের বাসিন্দাদের হোয়াটসঅ্যাপ ও ফেসবুকে। আর এই সব ব্যক্তিগত মতামত নিয়ে বিভিন্ন বয়সিদের আড্ডায় চলছে মুচমুচে রাজনৈতিক আলোচনা।
বলা বাহুল্য, বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থকরা এই সব ফলাফলে এগিয়ে রাখছেন নিজ নিজ দলের প্রার্থীদেরই। মূলত তৃণমূল, কংগ্রেস ও বিজেপি সমর্থকরা এতে মজে থাকলেও সিপিএম সমর্থকদের তেমন উৎসাহ দেখা যাচ্ছে না।
উত্তর মালদহের মালতীপুরের বাসিন্দা এক গোঁড়া তৃণমূল সমর্থক নিজের হাতে লিখে ব্যাখ্যা দিয়েছেন ঠিক কীভাবে তাঁর পছন্দের প্রার্থী মৌসম নুর প্রায় ২৭ হাজার ভোটে কার্যত জিতেই গিয়েছেন। তাঁর হিসেবে উত্তর মালদহে দ্বিতীয় স্থানে রয়েছেন বিজেপি প্রার্থী। কংগ্রেস তৃতীয় এবং সিপিএম প্রার্থী রয়েছেন চতুর্থ স্থানে। তাঁর দাবি, খুব ভেবেচিন্তে ব্যাখ্যা করা এই ফলাফলের অন্যথা হবার সম্ভাবনা প্রায় নেই। তবে, সবটাই জল্পনা৷