বাংলার ৭ আসনে ভোট; নজরে প্রার্থী-বুথ-বাহিনী

কলকাতাvote: সোমবার সারা দেশে ২০২৪ এর লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোট। এই দফায় ২০ মে পশ্চিমবঙ্গে মোট সাতটি লোকসভা কেন্দ্রে ভাগ্যনির্ধারণ হতে চলেছে ৮৮ জন…

west bengal bypoll post-election violence prevention Lok Sabha Elections 2024 Exit poll results political tactics in Bengal

কলকাতাvote: সোমবার সারা দেশে ২০২৪ এর লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোট। এই দফায় ২০ মে পশ্চিমবঙ্গে মোট সাতটি লোকসভা কেন্দ্রে ভাগ্যনির্ধারণ হতে চলেছে ৮৮ জন প্রার্থীর।

প্রার্থী: এই দফায় একাধিক হেভিওয়েট প্রার্থীর ভাগ্যনির্ধারণ হতে চলেছে। তালিকায় রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর, লড়ছেন বনগাঁ লোকসভা কেন্দ্র থেকে। ব্যারাকপুরে অর্জুন সিংহ লড়ছেন বিজেপির টিকিটে। নজরকাড়া হুগলি আসনেও সোমবার ভোট। ওই আসনে মুখোমুখি লড়াই তৃণমূলের রচনা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির লকেট চট্টোপাধ্যায়ের মধ্যে।

আসন: বাংলার ৭টি আসনে ভোটগ্রহণ। হুগলি, আরামবাগ, শ্রীরামপুর, ব্যারাকপুর, হাওড়া ও উলুবেড়িয়া।

স্পর্শকাতর বুথ: এই সাতটি লোকসভা কেন্দ্রের ৫৭ শতাংশ বুথ স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছে। তার মধ্যে হুগলি লোকসভা কেন্দ্রে সবচেয়ে বেশি স্পর্শকাতর বুথ। ৮৭ শতাংশ। আরামবাগে ৮৫ শতাংশ বুথ স্পর্শকাতর। ব্যারাকপুর লোকসভা আসনে ৬৭ শতাংশ বুথ স্পর্শকাতর। এরপরেই রয়েছে শ্রীরামপুর। এই আসনে ৬০ শতাংশ বুথ স্পর্শকাতর।

বাহিনী: স্পর্শকাতর বুথের সংখ্যা বেশি হওয়ায় এবার কেন্দ্রীয় বাহিনীর সংখ্যাও অনেকটা বাড়ানো হয়েছে। চতুর্থ দফার তুলনায় পঞ্চম দফার ভোটে ৩২ শতাংশ বেড়েছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা। চন্দননগর পুলিশ কমিশনারেট এলাকায় মোতায়েন থাকছে ৬৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, QRT ৫৫। হুগলি গ্রামীণ এলাকায় ১৮১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে, QRT ১৬৬। হাওড়া পুলিশ কমিশনারেট এলাকায় মোতায়েন থাকছে ৮১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, QRT ৭৫। হাওড়া গ্রামীণ এলাকায় ১১১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে, QRT ১০৫।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *