ষষ্ঠ দফায় বাংলার ৮ কেন্দ্রে ভোট, নজরে কারা?

কলকাতা: ষষ্ঠ দফায়  পশ্চিমবঙ্গের আটটি কেন্দ্রে শুরু হয়েছে ভোটগ্রহণ। আজ সকাল থেকে ঝাড়গ্রাম, পুরুলিয়া, তমলুক, কাঁথি, ঘাটাল, মেদিনীপুর, বাঁকুড়া এবং বিষ্ণুপুরে ভোট চলছে। এর মধ্যে…

কলকাতা: ষষ্ঠ দফায়  পশ্চিমবঙ্গের আটটি কেন্দ্রে শুরু হয়েছে ভোটগ্রহণ। আজ সকাল থেকে ঝাড়গ্রাম, পুরুলিয়া, তমলুক, কাঁথি, ঘাটাল, মেদিনীপুর, বাঁকুড়া এবং বিষ্ণুপুরে ভোট চলছে। এর মধ্যে বিষ্ণুপুর তফসিলি জাতি এবং ঝাড়গ্রাম তফসিলি জনজাতির জন্য সংরক্ষিত আসন৷

ঘাটালে সম্মুখ সমরে নেমেছে টলিউডের দুই তারকা প্রার্থী৷ একদিকে রয়েছে তৃণমূল কংগ্রেসের দেব, অন্যদিকে রয়েছে বিজেপির হিরণ৷ ওই কেন্দ্র থেকে সিপিআই-এর টিকিটে লড়ছেন তপন গঙ্গোপাধ্যায়কে। বিশেষ নজর রয়েছে তমলুকের দিকেও৷ ওই কেন্দ্রে পদ্ম প্রার্থী কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে তৃণমূল প্রার্থী করেছে তরুণ নেতা দেবাংশু ভট্টাচার্যকে। ওই কেন্দ্রে সিপিএম-এর প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়৷ বিষ্ণুপুরে আবার লড়াইটা একটু ভিন্ন৷ এখানে লড়াইয়ের ময়দানে প্রাক্তন দম্পতি৷ বিজেপির বিদায়ী সাংসদ সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে তৃণমূলের হয়ে লড়ছেন তাঁরই প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল। মেদিনীপুরেও লড়াই জমজামাটি৷ এই কেন্দ্রে তৃণমূলের জুন মালিয়ার বিপক্ষে রয়েছেন বিজেপির অগ্নিমিত্রা পাল৷ কাঁথিতে লড়াইয়ে নেমেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী। ফলে নজর থাকবে সেই কেন্দ্রের দিকেও৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *